প্ৰধানমন্ত্ৰীকে চিঠি মমতার : স্বামীজি-নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণার দাবি

কলকাতা : যুগানায়ক স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষ চন্দ্ৰ বসুর জন্মদিনকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে মমতা লিখেছেন, এই দুই মহান ব্যক্তি দেশে ও বিদেশে সমাদৃত। তাই কেন্দ্রীয় সরকার এবার থেকে ১২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করুক। উল্লেখ্য, এর আগেও কেন্দ্রের কাছে এই দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার জন্য একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখা এই প্রথম। অবশ্য এর আগেও এই দাবি নিয়ে একাধিকবার দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের তরফ থেকে সেরকম কোনও উদ্যোগ দেখানো হয়নি বলেই এবার সরাসরি চিঠি লেখার পথেই হাঁটলেন তিনি। ইতিমধ্যেই এই দুদিন পশিচমবঙ্গ রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তা অবশ্য গত কয়েক বছর ধরেই চলছে। প্রশাসন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী চান এই দুই মনীষীর জন্মদিন সাড়ম্বরে পালন করুক কেন্দ্র। সে-কারণেই জাতীয় ছুটি ঘোষণার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: