নাগা ফ্রেমওয়ার্ক : জগদম্বা মলকে গ্রেফতারের দাবিতে মিছিল হাফলঙে

হাফলং (হিঃ সঃ) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও জেলাকে প্রস্তাবিত বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্তির খবর নিয়ে আজ ডিমাসা জনগোষ্ঠীর বৃহত্তর সংগঠন জাদিখে নাইশ হসম, ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন, অল ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়ন এবং ডিমাসা মাদারস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল শৈলশহরকে উত্তাল করে তুলেছে। সহস্রাধিক মহিলা-পুরুষ শহরের রাজপথ কাঁপিয়ে তুলে আরএসএস গো-ব্যাক স্লোগানে পুরো শহর উত্তাল করে তোলার পাশাপাশি ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রচারক’ জগদম্বা মলকে অবিলম্বে গ্রেফতার করার দাবি এবং নাগা ফ্রেমওয়ার্ক থেকে ডিমা হাসাও জেলার নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জেলাশাসক দেবজ্যোতি হাজরিকার মাধ্যমে এক স্মারকলিপি পাঠানো হয়েছে। 
এদিকে মিছিলকারীরা শহর পরিক্রমা করে জেলাশাসকের অফিসের সামনে জড়ো হয়ে জেলাশাসককে রাস্তায় এসে স্মারকলিপি নেওয়ার দাবি জানাতে থাকেন। কিন্তু সরকারের নির্দেশ অনুযায়ী কোনও জেলাশাসক অফিস থেকে বেড়িয়ে কোনও আন্দোলনকারীর কাছ থেকে স্মারকলিপি নিতে পারেন না বলে জানিয়ে দিলেও মিছিলকারীরা তা মানতে রাজি হননি। এতে এক সময় তীব্র উত্তেজনা দেখা দেয়। অবশেষে বিকেল পাঁচটা নাগাদ অতিরিক্ত জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন মিছিলকারীরা।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: