দিল্লি: ৭৯৫ জন সাংসদের জন্য বিমানভাড়া বাবদ এক বছরে সরকারের খরচ হয়েছে ১৩১ কোটি। তথ্যের অধিকার আইনে সাংসদের বিমানভাড়া বাবদ সরকারের প্রতি বছর কত টাকা খরচ হয় তা জানতে চেয়েছিলেন হরিয়ানার আইনজীবী দীনেশ চাড্ডা। ওই আইনজীবীর জিজ্ঞাসার উত্তরে সংসদের সচিবালয় ২০১৬–১৭ আর্থিক বছর সম্পর্কে এই তথ্য জানিয়েছে।
গত বছরে কোন কোন সাংসদের বিমানভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে তা–ও বিস্তারিত জানানো হয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন সিপিএম থেকে সদ্য বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি। ওই সাংসদের বিমানভাড়া বাবদ সরকারের খরচ হয়েছে ৬৯ লক্ষ ২৪ হাজার ৩২৫ টাকা। দেখা যাচ্ছে, কলকাতা থেকে দিল্লি আসার সময় ঋতব্রতর বেশিরভাগ টিকিটের দাম ৪৯ হাজার ২০৫ টাকা। আর দিল্লি থেকে কলকাতা ফেরার টিকিটে সেই খরচ সামান্য বেশি, ৪৯ হাজার ২২০ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই সাংসদ ডি রাজা। তাঁর জন্য সরকারের খরচ হয়েছে ৬৫ লক্ষ ৪ হাজার ৮৮০ টাকা। বিমানভাড়ায় এক বছরে ৫০ লক্ষ টাকার বেশি খরচ করেছেন এমন সাংসদদের তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের আরও দুজন। তৃণমূল কংগ্রেসের সুখেন্দুশেখর রায় ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য।
সংসদের সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ২০১৬–১৭ সালে লোকসভা সাংসদদের বিমানভাড়া বাবদ সরকারের খরচ হয়েছে ৯৫ কোটি ৭০ লাখ ১ হাজার ৮৩০ টাকা।
অন্যদিকে রাজ্যসভার সাংসদদের জন্য এই খরচের পরিমাণ ৩৫ কোটি ৮৯ লাখ ৩১ হাজার ৮৬২ টাকা। উল্লেখ্য, সংসদের নিয়ম অনুযায়ী প্রত্যেক সাংসদ একজন সঙ্গী–সহ বিনামূল্যে বছরে ৩৪ বার প্লেনে ভ্রমণ করতে পারেন। সাংসদের স্ত্রীরা বছরে ৮ বার বিনামূল্যে বিমান ভ্রমণের সুবিধা পান। সেই সঙ্গে বিশেষ প্রয়োজনে এই কোটার বাইরে যদি কোনও সাংসদকে
বিমানে ভ্রমণ করতে হয়, তাহলে সরকার ২৫ শতাংশ সংশ্লিষ্ট সাংসদকে দেয়। বিমানভাড়া বাবদ সাংসদদের এই বিপুল খরচের প্রকাশ্যে নিন্দা করতে রাজি নন কোনও রাজনৈতিক দলের নেতাই। কংগ্রেস বা বিজেপি–র কোনও নেতাও এই বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে রাজি হননি।তবে সাংসদের বিমান যাতায়াতের খরচের বহর দেখে আইনজীবী চাড্ডা অবিলম্বে ক্যাগের দ্বারা এই বিপুল খরচের বিশেষ স্ক্রুটিনি দাবি করেছেন।
0 comments: