‘মিস্টার ইন্ডিয়া’য় শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ গানটা নিশ্চয়ই মনে আছে। গানের জনপ্রিয়তা এতটাই ছিল যে, শ্রীদেবীকে সবাই সেই সময় ‘হাওয়া হাওয়াই’ গার্ল বলে ডাকতেন। পরবর্তীকালে সেই গানটি ২০১১ সালে অভিনেত্রী কল্কি কোচলিন অভিনীত ‘শয়তান’ ছবিতে দেখা গেলেও সেভাবে দর্শকের মন ছুঁতে পারেনি। এবার সেই একই গানে আবারও বিজলি গিড়াতে আসছেন বিদ্যা বালান। তাঁর আসন্ন ছবি ‘তুমহারি সুল্লু’তে ‘হাওয়া হাওয়াই’ গানে দেখা যাবে বিদ্যাকে।
বিদ্যা বালান যে শ্রীদেবীর একজন অন্ধ ভক্ত, তা অনেক সাক্ষাতকারেই বিদ্যা জানিয়েছেন।
শ্রীদেবীও অবশ্য বিদ্যা বালানের অভিনয়ের যথেষ্ট প্রশংসাই করেন। শুধু তাই নয়, ‘হাওয়া হাওয়াই’ গান রিলিজের সময়ও বিদ্যা বালানকে উৎসাহ দিতে তাঁর পাশে থাকবেন শ্রীদেবী নিজে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘তুমহারি সুল্লু’র পরিচালক নিজে গিয়ে শ্রীদেবীকে জানিয়েছেন তাঁর ছবিতে ‘হাওয়া হাওয়াই’ গানটি নেওয়া হচ্ছে। এই গানটিতে বিদ্যা বালান থাকবেন জেনে আরও খুশী হয়েছেন শ্রীদেবী।
গানটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাওয়ার পরেই শ্রীদেবীকে দেখানো হবে সেটি। সূত্রের খবর, আগামী সপ্তাহেই বড়সড় চমকের মধ্য দিয়ে দুই অভিনেত্রীকে নিয়ে এই গানটি মুক্তি পাবে।
0 comments: