ওয়েব সংবাদ: রাজকুমার হ্যারি এবং মেগান মার্কেলের রাজকীয় বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত হলেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। শনিবার বিয়ের আগে মেগানের অতিথি হয়ে তিনি বিয়েতে যোগ দেন। ব্রিটেনের রাজকুমার হ্যারির বিয়ে বলে কথা, তাই পোশাকও হওয়া চাই রাজকীয় এবং রুচিশীল।
সেই কথাকে মাথায় রেখেই ‘দ্য কোয়ান্টিকো’ অভিনেত্রী বিয়েতে হাজির হয়েছেন একেবারেই অন্য রকমভাবে। হাল্কা বেগুনি রঙের ওয়েস্টউড স্কার্ট এবং ব্লেজারের সমন্বয়ে পিগি চপকে অসাধারণ লাগছিল। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পিগি চপস খুবই এলিগান্ট একটি টুপি পরেছেন। বেশ কিছু বছর ধরে মেগনা এবং প্রিয়াঙ্কা চোপড়া ঘনিষ্ঠ বন্ধু বলে জানা যায়।
এমনকী ২০১৮ সালে মেগনাকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রিয়াঙ্কা লেখাও লেখেন। যা পড়ে মুগ্ধ হন মেগনা। রাজবধূর অন্যান্য বন্ধুদের সঙ্গে প্রিয়াঙ্কা উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জেস চ্যাপেল এসে পৌঁছান। এখানেই রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। বিয়ের একদিন আগেই পিগি চপস লন্ডনে আসেন।
উইন্ডসর প্রাসাদ থেকে ১০ মাইল দূরে প্রিয়াঙ্কা থাকছেন বলে জানা গিয়েছে। গত মাসেই প্রিয়াঙ্কা এই বিয়ে নিয়ে খুবই উৎসাহিত বলে টাইমস ম্যাগাজিনকে জানান। প্রিয়াঙ্কা ছাড়াও বিয়েতে আসবেন হলিউড সেলেব জর্জ–অমল ক্লোনি, ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহ্যাম এবং স্যার এলটন জন সহ অন্যান্যরা।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
তিহার জেলে এবার হবে রিয়্যালিটি শো, অংশ নিচ্ছেন দাগী আসামীরা ওয়েবসংবাদ: দিল্লির তিহার জেলে এখন উৎস
পুস্তকের স্বাদ নিতে গুয়াহাটি গ্রন্থমেলায় ভিড় : ভারত কণ্ঠ দেবজিৎসাহাকে সংবর্ধনা গুয়াহাটি : গ্ৰন্থর কোনও জাত-পাত নেই। জাতি-
‘সঞ্জু’ ছবির পরিচালককে আইনি নোটিস গ্যাংস্টার আবু সালেমের ওয়েব সংবাদ: গ্যাংস্টার আবু সালেম ‘
অসমের জীবনরেখা ব্ৰহ্মপুত্ৰ দূষিত বলে স্বীকার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী-মুখ্যমন্ত্রী ইন্ডিয়ান ইনষ্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি,
প্রি–দিওয়ালিতে মেতে উঠেছেন সেলেবরা মুম্বাই : দিওয়ালি আসতে এখনও একসপ্তাহ
ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি আগামী ৪ ডিসেম্বর সোমবার বিয়ে করতে চলেছেন পাওল
0 comments: