বিল না মেটালেও রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল, নির্দেশিকা জারি

নয়া দিল্লী : বিল না মেটানোর অজুহাত দিয়ে কোনও রোগীর দেহ আটকে রাখতে পারবে না বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি। এমনই নির্দেশিকা জারি করল দিল্লি সরকার। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, জনস্বার্থে এই বিল আনতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরি হয়ে গিয়েছে। ৩০ দিনের মধ্যে এই আইন নিয়ে জনমত জানাতে বলা হয়েছে। এই নির্দেশিকার অমান্য করলে সংশ্লীষ্ট ক্লিনিক বা নার্সিংহোম অথবা হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। বিলটিতে রোগীর পরিবারের স্বার্থ দেখার পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম গুলির স্বার্থও দেখা হয়েছে। দেহ ছেড়ে দেওয়ার পরেও রোগীর পরিবার বিল না মেটালে আইনি পদে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সংশ্লীষ্ট হাসপাতাল অথবা নার্সিংহোম। একাধিক নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে দেহ আটকে রাখার অমানবিকর অভিযোগ করে থাকেন রোগীর পরিবারের লোকেরা। এই নিয়ে পুলিসের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। সেই অপ্রীতিকর পরিস্থিতি যাতে চিকিৎসা পরিষেবায় কোনও ব্যাঘাত না ঘটায় সেকারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: