ওয়েব সংবাদ: ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশে ১৫ বছর ধরে নিখোঁজ থাকার পরে অবশেষে খোঁজ মিলল এক তরুণীর। তিনি যখন নিখোঁজ হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ১৩ বছর। ভূতে ভর করেছে, এই ধারণার বশবর্তী হয়ে মেয়েটিকে ওঝার কাছে নিয়ে যান তরুণীর অভিভাবকরা। সেখানে তাঁকে একটি গুহার মধ্যে আটকে রাখে ওই ওঝা। তরুণীর অভিভাবকদের সে বোঝায়, দুষ্ট আত্মা নাকি মেয়েটিকে অন্যত্র নিয়ে গিয়েছে। এদিকে ওই গুহার মধ্যে ১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ করে চলে সে। ১৫ বছর পরে ওই গুহা থেকে পালাতে সক্ষম হন তরুণী। গুহার কাছেই অসংলগ্নভাবে তাঁকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিসে খবর দেওয়া হয়। পুলিস আসার পরেই সামনে আসে সত্যিটা।
ওই তরুণী জানিয়েছেন, দিনের পর দিন তাঁর মগজধোলাই করেছিল ওই ওঝা। তাঁকে এক মৃত বালকের ছবি দেখিয়ে বোঝানো হয়েছিল, এই বালকের আত্মা তাঁর ওপরে ভর করেছে। ওঝার সঙ্গে যৌনতায় লিপ্ত হলে আত্মা ছেড়ে চলে যাবে। যৌনতার সময় যাতে সে কোনও বাধা না দেয়, সেই কারণে নিয়মিত মাদক দেওয়া হতো ওই তরুণীকে। যৌনতায় রাজি না হলে চলত মারধর। অভিযুক্ত ওঝাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কম করে ২৫ বছরের জেল হবে তার।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করবেন না- প্রতিরক্ষামন্ত্রী দিল্লীঃ ধর্ষণ নিয়ে এবার মৌলবাদী মতামতের
সাংসদ গৌরব গগৈকে বাংলার দায়িত্ব অপসৃত জোশীর বিরুদ্ধে প্রকাশ্য ক্ষোভ প্রদেশ কং
পাক সেনাকে প্রশিক্ষণ দেবে রাশিয়া ওয়েব সংবাদ: চলতি বছরের মে মাসেই রাশিয়া সফর
অনেক হই-হট্টগোলের মধ্যেই তিন তালাক বিরোধী বিল পেশ রাজ্যসভায় ওয়েব সংবাদ: প্রবল হই-হট্টগোলের মধ্যেই বুধবার
এবার অনশনে বসছেন নরেন্দ্র মোদি! ওয়েব সংবাদ : অনশনের পাল্টা অনশন। জাতীয় রাজনীত
৪৫০ জন জঙ্গির অনুপ্রবেশ কাশ্মীরে, হামলার ছক নয়া দিল্লী : অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামল
0 comments: