
গুয়াহাটি, ১০ অক্টোবর : জাগিরোড এবং কাছাড়ের পাঁচগ্রাম পেপার মিলের হাজার দশেক কর্মচারী বিগত শারদীয় উৎসবে বেতন ও ভাতা পেলেন না। আগামী দীপাবলী উৎসবে পাবেন তারও কোনও নিশ্চয়তা নেই। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটােয়ারি আজ এই প্রতিবেদককে দৃঢ়তার সঙ্গে জানান, আগামী এক মাস পর মিল দুটি খোলার সব ব্যবস্থায় গ্রহণ করা হবে। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই প্রতিবেদকের সঙ্গে ঘরোয়াভাবে কথা-বার্তা বলার সময় পাটােয়ারি বলেন— কোনও চিন্তা করবেন না। মিল দুটি আমরা খুলবই। তার সব ব্যবস্থায় করা হয়েছে। বিজেপি সভাপতি রঞ্জিৎ দাসের পাশে বসে শিল্প ও বাণিজ্য মন্ত্রী এই প্রতিশ্রুতি দিলেন।
মিলটিকে কি প্রাইভেট পাব্লিক পাটনারশিপ (পি পি পি)এর মাধ্যমে চালাবার চেষ্টা হচ্ছে? এই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান— এই ব্যাপারে এক মাস পর সবই জানতে পারবেন।স্বভাবতই মন্ত্ৰীর জবাব পি পি পি-র দিকেই এগোচ্ছে৷
অপরদিকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র আজ জানান— রাষ্ট্যায়ত্ব সংস্থা হিন্দুস্থান পেপার কৰ্পোরেশনের অধীন পেপার মিল দুটিতে নিউজ প্রিন্ট উৎপাদন না করেও অন্যভাবে আরও অন্যান্য কিছু আনুসঙ্গিক সামগ্ৰী উৎপাদনের লক্ষ্যে বিশাল আকারে জাগিরোড এবং পাঁচগ্রাম পেপার মিল দুটিকে খোলার ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী ভাবনা-চিন্তা করছেন। অনগ্রসর বরাক উপত্যকায় কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন কলেবরে মিল দুটি চালু করা হবে। প্রধানমন্ত্রীর কাছে মিল দুটির ফাইল রাখা আছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য, মিল দুটিতে নিউজ প্রিন্টই উৎপাদন করতে হবে, তার কোনও মানে নেই। এখন ডিজিটালের যুগ৷এখন পেপারলেস সিষ্টেম চলছে। পেপার ছাড়াও কাজ চলছে। তাই সেদিকে লক্ষ্য রেখে অন্যভাবে মিল দুটি চালু করার ব্যবস্থা হচ্ছে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আগামী কাল বরাক উপত্যকা সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী নমামি বরাক উৎসব সফলভাবে বাস্তবায়নের জন্য উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। বরাকের পূর্ত মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ দিলীপ পাল প্রমুখ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেই বৈঠকে আইন-শৃংখলাজনিত পরিস্থিতি ছাড়াও দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা পাঁচগ্রাম পেপার মিল নিয়েও আলোচনা হতে পারে৷ মুখ্যমন্ত্রী উদারবন্দে শিলচর এয়ারপোর্ট সংযোগী রাস্তা উদ্বোধন, উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিণ্ডার বিতরণ, ডি এন এন গার্লস হাইস্কুলের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।সাউথ অসম মিডিয়া ফোরামের এক প্ৰতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্ৰী বৈঠকে বসবেন বলে ফোরামের অভিজিৎ ভট্টাচাৰ্য জানান৷
0 comments: