গুণোৎসব নিয়ে পিকনিক পাৰ্টি চলছেঃ তরুণ গগৈ

কংগ্রেসের এক নতুন অরাজনৈতিক সংগঠনের জন্ম 


গুয়াহাটি : সু নাগরিক এই সমাজের ভাল মন্দের অংশীদাব, নিয়মিত করা দেই, সমাজ-দেশের উন্নয়নের কথা চিন্তা করে, উত্তরপূর্বাঞ্চলকে বিশেষ অগ্রাধিকার দেয়, সেই সব মানুষদের নিয়ে কংগ্রেস নতুন এক অরাজনৈতিক সংগঠনের জন্ম দিল। সংগঠনটির নাম ‘অল ইণ্ডিয়া প্রফেশনাল কংগ্রেস অসম সমিতি'। এই সংগঠনের পূর্ব মণ্ডলের অধ্যক্ষ তথা কংগ্রেস সাংসদ গৌরব গগৈ আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে নতুন সংগঠনটির কথা ঘোষনা করেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রাক্তন মন্ত্রী প্ৰদ্যুৎ বরদলৈ প্রমূখ। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। সংগঠনটির প্রধান তথা সাংসদ গৌরব গগৈ বলেন— কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। গরিব-শ্রমজীবি মানুষ, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর আজ শোচনীয় অবস্থা। বিমুদ্রােকরন, জিএসটির ফলে সব ধরণের পেশাদারী মানুষের অবস্থা ক্রমশঃ অসহনীয় অবস্থায় পৌচেছে। এই নতুন সংগঠন দেশের অর্থনৈতিক দুরবস্থা থেকে মানুষদের স্বাচ্ছন্দ দেওয়ার চেষ্টা চালারে। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে দেশের ক্ষুধার্তমানুষের সংখ্যার তালিকায় ভারতের স্থান সর্বোচ্চ। গুনোৎসব নিয়ে সরকারে প্রচারের বিরোধীতা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেন— গুণোৎসব নিয়ে পিকনিক পার্টি চলছে। আই এ এস অফিসার থেকে শুরু মন্ত্রী-বিধায়করা সরকারী অর্থের অপচয় ঘটিয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে মধ্যাহ্ন ভোজন করছেন। যা প্রচারের চমক ছাড়া কিছুই নয়। এদিকে আজ গোলাঘাটের মেরাপানীতে প্রাক্তন মন্ত্রী অজন্তা নেওগ এক সাংবাদিক সম্মেলন ডেকে নাগা ফ্রেমওয়ার্ক চুক্তির তীব্র বিরোধিতা করে এই চুক্তি প্রকাশ্যে আনার দাবী জানিয়েছেন। তিনি বলেন—এই চুক্তি বাস্তবায়িত হলে অসমের গোলাঘাট, তিনিসুকিয়া প্রভৃতি জেলার বৃহত্তর নাগালিমের অন্তর্ভুক্ত হয়ে যারে। ‘জাতি-মাটি-ভেটি’র প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার অসমীয়া জাতিকে ধ্বংস করতে চাইছে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: