ওয়েব সংবাদ : বেজায় চটে গেছেন দীপিকা পাড়ুকোন। রাজস্থানের রঙ্গোলি উৎসবে দীপিকার নতুন ছবি পদ্মাবতীর নানা পোস্টারে ভরে গিয়েছিল মরু শহর। কিন্তু কেউ বা কারা সেই সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছে। সুরাটের আর্টিস্ট করণ রঙ্গোলি উৎসবে দীপিকার নানা কাটআউট তৈরি করেছিলেন। টানা দু’দিনের পরিশ্রম জল হয়ে গেল। ক্ষিপ্ত দীপিকা বলেছেন, ‘এরকম কাজ সত্যিই মন খারাপ করে দেয়। করণের সমস্ত কাজটাই নষ্ট করে দেওয়া হল।’ এখানেই থেমে থাকেননি দীপিকা। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে সমস্ত বিষয়টি টুইট করে জানিয়েছেন। লিখেছেন, ‘এই বিষয়টি এক্ষুণি বন্ধ হওয়া উচিত। দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।’ বিক্ষোভকারীরা মঙ্গলবারই সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছেন। ক্ষিপ্ত দীপিকার কথায়, ‘কে বা কারা এই কাজের জন্য দায়ী? আর কতদিন এই বিক্ষোভ চলবে? দ্রুত এগুলো বন্ধ হওয়া উচিত।’ যিনি রঙ্গোলি উৎসবে দীপিকার নানা কাটআউট তৈরি করেছিলেন, সেই করণ বলেছেন, ‘পদ্মাবতী–রঙ্গোলি বিতর্ক। গত মঙ্গলবার প্রায় শতাধিক লোক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছে।’
সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতীতে রানী পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দিপীকা। পদ্মাবতীর প্রথম পোস্টার বেরনোর পরই তা আগুনে পুড়িয়ে দেন রাজপুতরা। জয়পুরে রাজমন্দির সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের বক্তব্য, পদ্মাবতী সিনেমায় রানী পদ্মিনীর চরিত্রটিকে বিকৃত করা হয়েছে। এই সিনেমা কোনমতেই রিলিজ করতে দেওয়া চলবে না। এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন রাজপুতরা।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
লামডিংয়ে নন্দিনী’র বার্ষিক সম্মেলন : মুখপত্র ‘অস্মিতা' উদ্বোধন স্বপন দাস, লামডিং : লামডিঙের মহিলা প
অস্কার অ্যাকাডেমিতে আমন্ত্রণ মাধবী, শাহরুখ, মাধুরীকে ওয়েব সংবাদ : অস্কার অ্যাকাডেমিতে যোগ দেওয়া
অষ্টাদশী প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট মিলিন্দ সুমনের বয়স ৫১ হলে কী হবে এখনও তাবড় সুপুরুষকে হার ম
পুস্তকের স্বাদ নিতে গুয়াহাটি গ্রন্থমেলায় ভিড় : ভারত কণ্ঠ দেবজিৎসাহাকে সংবর্ধনা গুয়াহাটি : গ্ৰন্থর কোনও জাত-পাত নেই। জাতি-
ডিসেম্বরে বিয়ে করছেন পাওলি আগামী ৪ ডিসেম্বর সোমবার বিয়ে করতে চলেছেন পাওল
‘সঞ্জু’ ছবির পরিচালককে আইনি নোটিস গ্যাংস্টার আবু সালেমের ওয়েব সংবাদ: গ্যাংস্টার আবু সালেম ‘
0 comments: