স্বপন দাস, লামডিং :
মধ্য অসমের ব্যস্ততম রেলওয়ে শহর লামডিং জংশনে উজান এবং পাহাড় লাইন থেকে আসা বিভিন্ন ট্রেনে মাদক দ্রব্যসহ বে-আইনী অস্ত্ৰ-শস্ত্ৰ চোরা চালানের প্রায় খবর পাওয়া যায়। আজ শুক্রবার লামডিং রেলওয়ে জংশনে আগরতলা থেকে আসা দিল্লী-ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ১৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে জি আর পি এফ। এই মাদক দ্রব্য চােরা চালানের সঙ্গে কাউকে গ্রেপ্তাৰ করা যায়নি। এই গাঁজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জিআরপিএফ সূত্রে জানা গেছে।
0 comments: