নোংরা জল, কাদা, অস্বাস্থ্যের সবটুকুই সত্যি ওদের জীবনে। এর বাইরে বেরিয়েও কোনওদিন খোলা আকাশের মুখ দেখবে ওরা, হয়তো ভাবেইনি। কিন্তু সেই অন্ধকূপ, অস্বাস্থ্যকর আবহ থেকে ওদের মুক্তি দিলেন জুয়ান মাতা! কাদের মুক্তির কথা হচ্ছে? মুম্বইয়ের বস্তির বাচ্চাদের। ‘অস্কার ফাউন্ডেশনের’ হয়ে কাজ করতে কিছুদিন আগে মুম্বইয়ে এসেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মাতা। উদ্দেশ্য ছিল বস্তির ছেলেদের ফুটবলে আগ্রহী করে তোলা। আর সেই কাজ করতে এসে মাতা উপলব্ধি করেছিলেন ছোট ছোট ছেলেগুলোকে কিছু মুহূর্তের জন্য হলেও বস্তির বাইরে নিয়ে যাওয়া দরকার। সেই মতো বৃহস্পতিবার মুম্বইয়ের বস্তির ছেলেরা ম্যান ইউয়ের স্টেডিয়াম ঘুরে দেখল। মাতা নিজেই ছেলেদের সব ঘুরিয়ে দেখান। নিয়ে যান ড্রেসিংরুমেও। মাতা উদ্যোগ নিয়েছিলেন নিজের পারিশ্রমিকের এক শতাংশ করে দিয়ে দুঃস্থ শিশুদের সাহায্য করতে। সেই মতো সতীর্থদের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু অবাক করা ব্যাপার হল ম্যান ইউয়ের মিডফিল্ডারের সাহায্য পাননি। মাত্র একজন প্লেয়ারই রাজি হন। তবে নিজের দলের প্লেয়ারদের সাহায্য না পেলেও, মহিলা প্লেয়ার, সাধারণ মানুষ আর মিডিয়ার লোকেদের সাহায্য পেয়েছেন। মাতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিয়েলিনি। তিনি চিঠি লিখে বলেছেন, ‘দারুণ উদ্যোগ। আমি নিজেও আগ্রহী। মাতা এইভাবে ভেবেছে দেখে ভাল লাগছে। আমি কোনও প্রচার চাই না। সাহায্য করতে চাই।’ মাতার জন্যই এত দূরে গিয়ে নতুন দেশ দেখার সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ছোট ছোট ছেলেরা। মাতা তাঁর দুই সতীর্থ মর্গান আর হেরেরার সঙ্গেও আলাপ করিয়ে দেন ছোট ছেলেদের। পরে সেলফিও তুলেছেন। যা সোশ্যাল মিডিয়ায় পরে পোস্টও করেছেন মাতা। যেখানে আজকের দুনিয়াটা নিজের বাইরে আর কিছুই ভাবতে শেখাচ্ছে না, সেখানে মাতা ব্যতিক্রমী ছাপ রাখলেন।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে প্রায় বিদায় বিরাটদের, শীর্ষে সানরাইজার্স ওয়েব সংবাদঃ নাটকীয় ম্যাচে সানরাইজা
কোকৰাঝাৰত টি-২০ ক্ৰিকেট টুৰ্নামেন্ট আৰম্ভ বন্তি প্ৰজ্বলনেৰে উদ্ধোধন কৰিলে দনেশ্বৰ গ
কোহলির প্রশংসা করলেন এই প্রাক্তন পাক ক্রিকেটারও ওয়েবসংবাদ: শোয়েব আখতার থেকে মহম্মদ আমির। প
চর্চা শুরু রাসেলের টেনিস শট নিয়ে : স্নানের মাঝেই নাইটদের অভিনন্দনবার্তা পাঠালেন শাহরুখ ওয়েব সংবাদ : প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন প
বিশ্বকাপের সেরা মুহূর্ত কোনটি? ওয়েব সংবাদ : কেউ বলছেন অঘটনের বিশ্বকাপ, কেউ
বাংলাদেশের মুখোমুখি ভারত জাপানকে দুরমুশ করার পর এশিয়া কাপের পুল এ–র
0 comments: