বিশ্বকাপ খেলেই অবসর নেবেন মাসচেরানো


স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। এখন অনেক ঝরঝরে, নিরুদ্বিগ্ন লিওনেল মেসি অ্যান্ড কোং। অধিনায়কের ঝলমলে হ্যাটট্রিকে ভর করে ইকুয়েডরকে ৩-‌১ গোলে হারিয়ে গত মঙ্গলবারই রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে দু বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। মেসি বাহিনীর অন্যতম সেরা যোদ্ধা জাভিয়ের মাসচেরানো এরইমধ্যে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েই দিলেন আগামী বিশ্বকাপের পরপরই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলবেন। আর্জেন্টিনার এই তারকা ডিফেন্ডার বললেন, ‘‌রাশিয়ার বিশ্ব আসরই হতে চলেছে আমার কেরিয়ারের শেষ বিন্দু। তারপর আর নয়!‌’‌ বেশ কয়েকবছর ধরেই দেশের জাতীয় দলের জার্সিতে ক্লাব ফুটবলে বার্সিলোনার হয়ে খেলা এই ফুটবলারটি নিয়মিতভাবেই দাপট দেখিয়ে আসছেন। গত বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে ট্রফি খোয়াতে হয়েছিল মেসিদের। মাসচেরানো সেই দলেরও গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন। তারপর ২০১৫ ও ২০১৬-‌ টানা দু বছর কোপা আমেরিকার আসরেও আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পিছনে মাসচেরানোর ভূমিকা উপেক্ষনীয় ছিল না। যদিও, বিশ্বকাপের মতো কোপার দুই আসরেও চিলির কাছে খেতাবযুদ্ধে হার মানতে হওয়ায় মেসিদের আর ট্রফি জেতা হয়ে ওঠেনি। এবার শেষবেলায় মাসচেরানোর ইচ্ছে, রুশ মুলুকে ট্রফির আলোয় নিজেকে ধুইয়ে নেওয়া। ৩৩ বছরের বার্সা তারকা তাই বলে রাখলেন, ‘‌আমার জীবনে এখনও অনেক কিছুরই স্বাদ পাইনি যেগুলো খুব বেশি করে পেতে চাই। আরও একটা বিশ্বকাপের খেলাই শুধু নয় আবারও ফাইনালে উঠতে চাই।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: