‌প্রি–দিওয়ালিতে মেতে উঠেছেন সেলেবরা


মুম্বাই :  দিওয়ালি আসতে এখনও একসপ্তাহ বাকি থাকলেও, বলিউড স্টাররা এখন থেকেই এই উৎসবে মেতে উঠেছেন। অভিনেতা অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে দেখা গেল মুম্বইয়ে এক বন্ধুর বাড়ির প্রি–দিওয়ালি পার্টিতে। একে অপরের হাত ধরে পার্টিতে ঢুকলেন অক্ষয় কুমার। সাদা রঙের পাঞ্জাবি ও ডেনিমে অক্ষয় কুমারকে অসাধারণ গ্ল্যামারস লাগছিল। অন্যদিকে, স্বামীর লুকসকে কমপ্লেক্স দিতে টুইঙ্কলও সেজে উঠেছিলেন আবু জানি–সন্দীপ খোসলার সাদা ও সোনালী রঙের কুর্তা–চুরিদারে। গ্ল্যামারস দম্পতি পার্টিতে হাত ধরে ঢোকার আগে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে স্মিত হেসে ধরা দিলেন। তবে শুধু অক্ষয়–টুইঙ্কলই নয় পার্টিতে দেখা গেল রণবীর কাপুর, অর্জুন কাপুর, হলুদ রঙের চুরিদার পড়ে এসেছিলেন গায়িকা কণিকা কাপুর, আফতাব শিবদেশানি, সলমনের বোন অর্পিতা ও তাঁর স্বামী আয়ুশও দিওয়ালি প্রি–পার্টিতে এসেছিলেন।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: