ওয়েব সংবাদ : ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পেশ হওয়া এক আবেদনের জবাব উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হবে, এ সংক্রান্ত কোনও নির্দেশ আরবিআই এখনও পর্যন্ত জারি করেনি। কিন্তু শনিবার সেই মিডিয়া রিপোর্টকে খারিজ করে আরবিআই জানিয়ে দিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট–আধার যোগ বাধ্যতামূলক।
আরবিআই আরও স্পষ্ট করে জানায়, অবৈধ আর্থিক লেনদেন প্রতিরোধ এবং দ্বিতীয় সংশোধনী ২০১৭ অনুযায়ী আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বাধ্যতামূলক হয়েছে। এই নিয়ম নিয়ে যাতে কোনও সংশয় না থাকে তাই আরবিআই অন্য ব্যাঙ্কগুলিকেও তা যত শীঘ্র সম্ভব কার্যকর করার নির্দেশ দিয়েছে। চলতি বছরের জুন মাসেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও ৫০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধারের ব্যবহার বাধ্যতামূলক করে কেন্দ্র সরকার।
সরকারি বিজ্ঞপ্তি জারি করে আরবিআই জানায়, এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্কে আধার নম্বর জমা দিতে হবে। নতুবা তাঁর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। একাধিক প্যানকার্ড ব্যবহার করে কর ফাঁকি এড়াতে ২০১৭ সালের সাধারণ বাজেটে আধার নম্বর প্যানের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী মোবাইল নম্বরের সঙ্গেও আধার কার্ড সংযোগ করা এখন বাধ্যতামূলক।
0 comments: