ট্রাম্পকে ভুগতে হবে, হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া


ফের উত্তর কোরিয়া বনাম আমেরিকা দ্বৈরথ শুরু হয়ে গিয়েছে। আমেরিকার আগ্রাসী মনোভাবে তারা যে দমে যায়নি, তা সরাসরি হুমকি দিয়ে বুঝিয়ে দিল উত্তর কোরিয়া। তাঁদের হুঁশিয়ারি ‌উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের সলতেয় আগুন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। তাই এবার ভুগতে হবে তাঁকেই! ট্রাম্পের উদ্দেশে এবার সরাসরি হুমকি দিলেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী দাবি করেন, ‘‌উত্তর কোরিয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের দামামা বাজিয়েছেন।’‌ 
 উত্তর কোরিয়া পর পর পারমাণবিক মিসাইল পরীক্ষা করেছে গত কয়েকমাস ধরে। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এমনকী তাদের সেই কাজকে কড়া ভাষায় নিন্দা করায় মার্কিন প্রশাসনকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। পাল্টা হুঁশিয়ারি এসেছে ট্রাম্পের পক্ষ থেকেও। সম্প্রতি রাশিয়ার ট্যাস সংবাদ সংস্থায় কথা বলতে গিয়ে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো বলেন, ‘‌নিজেদের নিরাপত্তা বৃদ্ধি এবং শান্তি স্থাপনের জন্য আমরা পরমাণু শক্তিধর হয়ে উঠেছি।
 এটা নিয়ে অযথা আলোচনার কোনও অবকাশ নেই।’‌ ট্রাম্পকে কিছুদিন আগে ‘‌দুষ্টু রাষ্ট্রপতি’‌ বলেও সম্বোধন করেছিলেন রি ইয়ং হো। পাল্টা আমেরিকা উত্তর কোরিয়াকে নিজের পেশিশক্তি দেখাতে কোরিয়া উপদ্বীপের ওপর বোমারু বিমান উড়িয়েছে। গুয়াম থেকে মার্কিন বায়ু্সেনার বি–১বি লান্সার বোমারু বিমান এবং যুদ্ধবিমান ওড়ে। সেপ্টেম্বর মাসে আমেরিকার বন্ধুদেশ জাপানের ওপর উত্তর কোরিয়া দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পরমাণু মিসাইল ছোঁড়ার পরই কোরিয়া উপদ্বীপের ওপর নিজেদেরর পেশিশক্তি দেখানো শুরু করেছে আমেরিকা। কিন্তু উত্তর কোরিয়ার হুমকি, ফল ভুগতে হবে ট্রাম্পকে বলায় দুই দেশের মধ্যে যুদ্ধের গন্ধ পাচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। ‌‌

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: