উত্তর-পূর্ব পরিষদের (এন ই সি) প্রায় একশো কোটি টাকার বরাদ্দকৃত অর্থে পথগুলি নির্মাণ করা হয়েছিল। সি এম ভিজিলেন্স সেল সন্দেহ প্রকাশ করেছে যে বরাদ্দকৃত অর্থ কাজে না লাগিয়ে সিংহভাগ অর্থই সংশ্লিষ্ট নির্মাণকারী ঠিকাদাররা আত্মসাৎ করেছে। শুধু বরাক উপত্যকায় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিকাদারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে সি এম ভিজিলেন্স সেল পূর্ত বিভাগের পুরনো সব ফাইল তলব করেছে বলে সরকারী সূত্রে জানা গেছে। পূৰ্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মুখ্যমন্ত্রীর বরাক সফরে সন্তোষ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন— মুখ্যমন্ত্রী নভেম্বর মাসের মধ্যে যতদূর সম্ভব, রাস্তা-ঘাট পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছেন। তারা সেইভাবে কাজ করবেন।
বরাকের রাস্তা-ঘাট নির্মাণে দুনীতি : তদন্ত করবে সি এম ভিজিলেন্স সেল
উত্তর-পূর্ব পরিষদের (এন ই সি) প্রায় একশো কোটি টাকার বরাদ্দকৃত অর্থে পথগুলি নির্মাণ করা হয়েছিল। সি এম ভিজিলেন্স সেল সন্দেহ প্রকাশ করেছে যে বরাদ্দকৃত অর্থ কাজে না লাগিয়ে সিংহভাগ অর্থই সংশ্লিষ্ট নির্মাণকারী ঠিকাদাররা আত্মসাৎ করেছে। শুধু বরাক উপত্যকায় নয় রাজ্যের বিভিন্ন জায়গায় ঠিকাদারদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে সি এম ভিজিলেন্স সেল পূর্ত বিভাগের পুরনো সব ফাইল তলব করেছে বলে সরকারী সূত্রে জানা গেছে। পূৰ্তমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মুখ্যমন্ত্রীর বরাক সফরে সন্তোষ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন— মুখ্যমন্ত্রী নভেম্বর মাসের মধ্যে যতদূর সম্ভব, রাস্তা-ঘাট পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছেন। তারা সেইভাবে কাজ করবেন।
0 comments: