গুয়াহাটি : সব জল্পনার অবসান। এই নিয়ে দ্বিতীয়বার সিপিএমের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন সীতারাম ইয়েচুরি। হায়দরাবাদে আয়োজিত পার্টি কংগ্রেসের সদ্য নির্বাচিত ৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মত সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে বেছে নেওয়া হয় ইয়েচুরিকে। ২০১৫ সালে বিশাখাপত্তনমে পার্টি কংগ্রেসে প্রকাশ কারাটের জায়গায় ইয়েচুরীকে এই পদে বসিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
যদিও ইয়েচুরীর একাধিক সিদ্ধান্ত নিয়ে পার্টির অন্তরে তুমুল বিক্ষোভ দেখা গিয়েছে। ২২তম পার্টি কংগ্রেসে কংগ্রেসেকে সমর্থনের প্রশ্নে একপ্রকার গৃহযুদ্ধ তৈরি হয়েছিল। তখনই ইয়েচুরীর সাধারণ সম্পাদকের পদ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কারণ ইয়েচুরির কার্যকালেই ত্রিপুরা নির্বাচনে বিপর্যয় দেখে সিপিএম। অন্যদিকে পশ্চিমবঙ্গেও কংগ্রেসের সঙ্গে জোট সফল হয়নি। শিবরাত্রি সলতের মত শুধু কেরলেই এখন হাতে রয়েছে। এই নিয়েই কারাতপন্থীরা সরব হয়েছিলেন ইয়েচুরি ব্রিগেডের বিরুদ্ধে। যদিও শেষ পর্যন্ত সেই বিরোধিতা বেশিক্ষণ স্থায়া হয়নি। সিপিএমের বঙ্গব্রিগেডের কাছে হার মানতে হয়েছে কারাতপন্থীদের।
সেই জয়ের রেশ ধরেই সিপিএমের ইতিহাসে এই প্রথম কংগ্রেসের সঙ্গে সমঝোতা নয় শব্দটি তুলে নেওয়া হয় দলের কৌশলগত দলিল থেকে। ১৯৬৪ সালের পর এই প্রথম নতুন কৌশলগত দলিল সর্বসম্মত ভাবে স্বীকৃত হল কেন্দ্রীয় কমিটির বৈঠকে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
মোদিকে মারা ছক কষছেন গড়কড়ি, টুইটে ফাঁস করলেন জেএনইউ–র ছাত্রী নয়া দিল্লী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
মিসাইল শিল্ড কিনতে চলেছে ভারত, চর্চা আন্তর্জাতিক স্তরে ওয়েব সংবাদ: ভারত মার্কিন যুক্তরাষ্ট
৪৫০ জন জঙ্গির অনুপ্রবেশ কাশ্মীরে, হামলার ছক নয়া দিল্লী : অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামল
অসামৰিক সেৱাৰ পৰীক্ষাৰ ফলাফলত উজলি উঠিল ১৪গৰাকীকৈ অসম সন্তান গুৱাহাটী : ২০১৭ বৰ্ষৰ অসামৰিক সেৱাৰ পৰী
লড়াই ত্রিমুখী হলেও ‘ছক’ দেখছে বিরোধীরা ওয়েব সংবাদঃ পঞ্চায়েতের যত আসনে ভোট হবে, তার স
মমতা ৫০ বছর ক্ষমতায় থাকবেন, মন্তব্য সেচমন্ত্রীর ওয়েৱ সংবাদঃ মমতা ব্যানার্জি উন্নয়নের প্র
0 comments: