রশিদ খানকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি উঠল সোশ্যাল মিডিয়ায়


ওয়েব সংবাদ : রশিদ খানে মজে ক্রিকেটবিশ্ব। আফগানিস্তানের তরুণকে নিয়ে পড়ে গেছে টানাটানি। শুক্রবারের ইডেন পুরো রশিদময়। ১৯ বছরের লেগস্পিনার একাই হারিয়েছেন কেকেআরকে। একেবারে অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে। রবিবার আইপিএল ফাইনাল। সেখানেও রশিদের দিকে তাকিয়ে তাঁর দল হায়দরাবাদ। গতবার এসেছিলেন আইপিএল খেলতে। মাত্র ২ বছরেই তারকা হয়ে উঠেছেন। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা তো বলেই দিয়েছেন, ‘‌রশিদ খানকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক।’‌ সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে পোস্টে। যেখানে সবারই আবদার, রশিদকে দেওয়া হোক এদেশের নাগরিকত্ব। আফগান তরুণ খেলুন ভারতের হয়ে। তাতে বিরাট বাহিনী হবে আরও শক্তিশালী। সোশ্যাল মিডিয়ায় একাধিক টুইট দেখে চুপ করে থাকতে পারেননি দেশের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। তিনি বলেছেন, ‘‌সব টুইট আমি দেখেছি। নাগরিকত্বের বিষয়টি দেখে স্বরাষ্ট্র দপ্তর।’‌ অর্থাৎ ক্রিকেট ভক্তদের দাবি উড়িয়ে দেননি সুষমাও। একবছর আগে আফগানিস্তান যখন টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছিল, তখনও খুশি হয়েছিলেন সুষমা।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: