গুয়াহাটি : নাগরিকত্ব সংশােধনী বিল নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল আন্দোলন অব্যাহত আছে। আসুর নেতৃত্বে আজ রাজ্যজুড়ে আন্দোলন হয় মরিয়নি, কামরূপ, ঢেকিয়াজুলি, গহপুর, তেজপুর, গােলাঘাট, টিয়ক, ধানশিরি প্রভৃতি অঞ্চলে। বিলটির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হয়। আসুর সঙ্গে আইনজীবিদের এক বৈঠকও অনুষ্ঠিত হয়। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বিলটির কোনও পর্যায়ে গ্রহণ করা হবে না বলে, রাজ্য সরাকারকে সতর্ক করেন। এই বিলটি এবং অন্যান্য ব্যাপারে রাজ্যের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল এবং রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস এক বৈঠকে বসেছিলেন। এই বৈঠকের পর পঞ্চায়েত মন্ত্রী নব দলে জানিয়েছেন, এন আর সির চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশের পর রাজ্য সরকার নাগরিকত্ব বিলটি সম্পর্কে তাদের স্থিতি জানাবে।
নাগরিকত্ব বিল নিয়ে সরকারে অন্দর মহলে এবং বিজেপি দলের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়েছেবলে দলের মধ্যেই অভিযােগ উঠেছে। এক বৃহৎ সংখ্যক বিজেপি কর্মী বিলটির প্রকাশ্যে বিরােধীতা না করলেও অন্দর মহলে বিলটি বাতিলের দাবি জানিয়েছে, কিন্তু সংঘ পরিবার বিলটির পক্ষে দাঁড়িয়েছে। এই বিলটি নিয়ে বিজেপি বিধায়ক ঋতুপর্ণ বরুয়া গুরুতর অভিযােগ করে বলেছেন—“মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বিনষ্ট করার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার জন্য গােলাঘাট থেকে উজনি অসম পর্যন্ত গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এর পিছনে টাকার খেলাও চলছে।
রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস এই অভিযােগনস্যাৎকরে বলেছেন, বিধায়ক বরুয়া ব্যক্তিগত মন্তব্য করেছে, দলের মন্তব্য নয়। দৃঢ়তার সঙ্গে তিনি জানান— মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের ভাবমূর্তি বিনষ্ট করার কোনও ষড়যন্ত্র হয়নি। বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়া ঋতুপর্ণ বরুয়াকে চ্যালঞ্জ করে বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতি সত্যি কোনও ষড়যন্ত্র হয়ে থাকে তবে প্রকাশ্যে বলুন, তবে দল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আজ সাংবাদিক সম্মেলন ডেকে বলেছেন- হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের ক্ষমতার লড়াই শুরু হয়েছে। রাজ্য যেন গৃহ যুদ্ধ চলছে।
0 comments: