ওয়েব সংবাদঃ পঞ্চায়েত মামলায় ফের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ই মনোনয়ন গ্রহণ করতে হবে। কমিশনকে জানিয়ে দিয়েছেন আদালতে ২৩ এপ্রিল সিপিএমের তরফে ইমেল মারফত মনোনয়ন আসে। সেগুলি কমিশনকে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে মৃত্যুর হার করবে বলে জানিয়েছেন বিচারপতি। কমিশনকে পরামর্শ দেওয়ার এক্তিয়ার কোনও রাজনৈতিক দলের নেই। জানাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কারা ইমেল মারফত মনোনয়ন জমা দিচ্ছেন তাঁদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। ইমেল মারফত মনোনয়ন গ্রহণে অনীহা দেখিয়েছে কমিশন। ২৩ এপ্রিল দুপুর ৩টে পর্যন্ত ইমেল মারফত যাবতীয় মনোনয়ন গ্রহণ করতে হবে বলে কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে হোয়াটসঅ্যামের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে যদি হোয়াটসঅ্যাপে মনোনয়ন গ্রহণ করতে পারে কমিশন তাহলে ইমেল মারফত মনোনয়নও গ্রহণ করতে হবে কমিশনকে। আদালতে কমিশনকে ভর্ৎসনা করে বলেছে ডিভিশন বেঞ্চ। ইমেল মারফত মনোনয়ন গ্রহন করলে প্রার্থী সংখ্যা বাড়বে। তাহলে ভোটারদের পছন্দের তালিকাও বাড়বে বলে জানানো হয়েছে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
মেলার মধ্যে প্রকাশ্যেই কিশোরীকে যৌন হেনস্থা ওয়েব সংবাদ : না, সমাজকে আর শুধরনো গেল না। প্র
বিল না মেটালেও রোগীর দেহ আটকে রাখতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল, নির্দেশিকা জারি নয়া দিল্লী : বিল না মেটানোর অজুহাত দিয়ে কোনও
জন্মদিনে উদ্ভব ঠাকরেকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজনৈতিক মহলে জল্পনা শুরু ওয়েব সংবাদ: লোকসভায় বাদল অধিবেশন চলাকালীন
ফের সিপিএমের সাধারণ সম্পাদক পদে সীতারাম ইয়েচুরি গুয়াহাটি : সব জল্পনার অবসান। এই নিয়ে দ্বিতীয়ব
কানহাইয়াদের জরিমানা বহাল, উমরের বহিষ্কারও দিল্লি : উমর খালিদের বহিষ্কার ও কানহাইয়া কুমা
'আসিফা-- জাস্টিস ফর কাঠুয়া গণধর্ষণ', আওয়াজ উঠুক আপনার গলাতেও • সৈয়দ বুলবুল জামানুর হক মেয়েটির বয়স
0 comments: