ওয়েব সংবাদ : প্রাক্তন ইংরেজ ক্রিকেটার কেভিন পিটারসেনের সৌজন্যে আমরা সুইচ হিট দেখেছি। প্রাক্তন শ্রীলঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছেন দিলস্কুপ। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ আপারকাট শট মেরেছেন। মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটও রয়েছে তালিকায়। এবার সংযোজন হল আন্দ্রে রাসেলের টেনিস শটও। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে কেকেআরের রাসেল যে শট মেরেছেন তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছে। বুধবার ইডেনে রাজস্থানের জোফ্রা আর্চারের স্লোয়ার বাউন্সার যেভাবে লং অফের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়েছেন। তাঁর সঙ্গে টেনিস শটের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও রাসেলের টেনিস শট নিয়ে চর্চা শুরু হয়েছে।
রাজস্থানের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন রাসেল। ব্যাট হাতে ২৫ বলে ৪৯ রানের ইনিংস তো ছিলই। বল হাতেও ছিলেন অসাধারণ। কিন্তু সবকিছুকে ছাপিয়ে চর্চায় উঠে এসেছে রাসেলের টেনিস শট।
রাজস্থানকে ২৫ রানে হারিয়ে ফাইনালের দিকে একধাপ এগিয়েছেন নাইটরা। শুক্রবার হায়দরাবাদকে হারাতে পারলেই দীনেশ কার্তিকরা চলে যাবেন ফাইনালে। বুধবার টিমগেমে বাজিমাত করেছে কেকেআর। ব্যাট হাতে দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা যদি কামাল করে থাকেন। তাহলে বল হাতে পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসীধ কৃষ্ণারা রাজস্থান ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন। নাইটদের দুরন্ত পারফরম্যান্সে খুশি ফ্রাঞ্চাইজি মালিকরা। তবে অন্যতম মালিক শাহরুখ খান শুটিংয়ে ব্যস্ত থাকায় ইডেনে হাজির থাকতে পারেননি। কিন্তু দলের জয়ের পরেই ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। সেটাও আবার স্নান করতে করতে! শাহরুখ বিশেষ বার্তায় বলেছেন, ‘কেকেআরের দুর্দান্ত ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি না। শুটিংয়ের জন্য প্রস্তুত হতে হচ্ছে। তাই স্নানের মাঝেই ক্রিকেটারদের বার্তা পাঠালাম। কেকেআর হ্যায় তৈয়ার। তোমাদের জন্য ভীষণ গর্বিত ও খুশি।’ টুইটারে আবার একটি ভিডিও পোস্ট করে শাহরুখ বলেছেন, ‘স্নানের মাঝে এই অভিনন্দনবার্তা পাঠাতে হচ্ছে। খারাপ লাগছে। শুটিং পড়ে গেছে। মেকআপের আগে তাই স্নান করতে যেতে হয়েছিল। তবে আমার ভালবাসা তোমাদের সঙ্গেই রয়েছে।’
0 comments: