রাজ্যের মানুষের স্বাভিমান, আত্মমর্যাদা, সমবিচার এবং রাজ্যবাসীর সুরক্ষা প্রদানের ক্ষেত্রে নিরলসভাবে প্রয়াস চালাবার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল
অমল গুপ্ত, গুয়াহাটি :
বিজেপি-অগপ-বিপিএফ জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজ্যের ব্রহ্মপুত্র-বরাক উপত্যকা, পাহাড় সমতলের ৩৩টি জেলার মানুষের স্বাভিমান, আত্মমর্যাদা, সমবিচার এবং রাজ্যবাসীর সুরক্ষা প্রদানের ক্ষেত্রে নিরলসভাবে প্রয়াস চালাবার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীর সবকা সাথ সবকা বিকাশ’ কে সার্বিক ভাবে বাস্তবায়ন করার ওপর জোর দিয়ে বলেন, গত দুবছরে সরকার প্রতিটি বিভাগে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিয়েছে। পরিবর্তনের পথে প্রগতি এনেছে।
আজ খানাপাড়া এ্যডমিনিষ্টেটিভ ষ্টাফ কলেজের প্রেক্ষাগৃহে শরিক দল অগপর মন্ত্রী অতুল ব্রা, বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী, মুখ্যসচিব টি ওয়াই দাস, মুখ্যমন্ত্রীর আইন উপদেষ্টা শান্তনু ভরালী, বিদ্যুত্মন্ত্রী পীযুষ হাজরিকা, লখিমপুরের সাংসদ প্রদান বরুয়া প্রমূখদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মিডিয়া এ্যাডভাইসর হৃষীকেশ গােস্বামী সরকারের ২ বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের সূচনা করেন। সরকারের ২ বছরের মাথায় মুখ্যমন্ত্রী সরকারীভাবে তৃতীয় বার সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের মুখােমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বার বার নাগরিকত্ব সংশােধনী বিল নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখােমুখি হয়ে মুখ্যমন্ত্রী তা প্রায় এড়িয়ে যাবার চেষ্টা করে জাতীয় নাগরিক পঞ্জী (এন আর সি নবায়নের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের ওপর জোর দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই সর্বপ্রথম ভারতের কোনাে রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জী (এন আর সি) রূপায়নের কাজ চলছে। এই কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচি, সরকার এই কর্মসূচি ৰূপায়ণ করছে। আগামি ৩০ জুন চুড়ান্ত তালিকা প্রকাশ পাবে। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে রাজ্যের বিদেশী সমস্যা সমাধান হয়ে যাবে। নাগরিকত্ব সংশােধনী বিল সম্পর্কে সরকার কিছুই লুকোচ্ছে না বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, যৌথ সংসদীয় কমিটিতে এখনও তারা মতামত দেয় নি। রাজ্যবাসীর স্বার্থ পরিপন্থী কোনও মত দেবে না। এই কমিটির কাজ এখনও অসম্পূর্ণ। সরকার রাজ্যবাসীকে অন্ধকারে রেখে কোনও সিদ্ধান্ত নেবে না।
রাজ্যেব সীমান্তঞ্চল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, কৃষি, শিল্পোদ্যোগ, পর্যটন, বন বিভাগ, পুলিশ প্রশাসন প্রভৃতি ক্ষেত্রে সরকারের সফলতার নানা দিক তুলে ধরেন। বিগত কংগ্রেস রাজত্বেব দুর্নীতির প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি প্রতিরােধে কংগ্রেস আন্তরিক প্রয়াস চালায়নি। মানুষের দুর্ভোগ বহুগুণ বেড়ে গেয়েছিল। রাজ্যের শিল্পোন্নয়নের উজ্বল ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিল্প বিনিয়ােগ হচ্ছে। রাজ্যে এ্যাডভ্যান্টেজ অসম’ শীর্ষক বিশ্ব শিল্প সন্মেলন সফলভাবে রূপায়িত হওয়ায় দেশ-বিদেশের বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে ২৪০ মৌ চুক্তি সম্পাদিত হয়েছে। প্রায় ৮০ হাজার কোটি টাকার শিল্প বিনিয়ােগের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাগুলি। আলফা, এনডি এফবি ব সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলােচনা সফলভাবে চলছে, রাজ্যে শান্তির পরিবেশ দূরে এসেছে। বরাক উপত্যকায় নামামি বরাক’ এবং বহ্মপুত্র উপত্যকায় নমামি বহ্মপুত্র’ উৎসব সফলভাবে বাস্তবায়নের ফলে দুই নদীর জল সম্পদ, বালি পাথর প্রভৃতির সদ্ব্যবহার হয়েছে। দুর্নীতি প্রতিরােধে সরকার শূণ্য সহনশীলতা নীতি গ্রহণ করার ফলে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পেয়েছে। শুধু আবগারী বিভাগেই ৭০ শতাংশ রাজস্ব সংগ্রহ হয়েছে। জিএসটি লাগু হওয়াব ফলে ৩৩ শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে। এতদিন রাজস্বের সংগৃহীত কোটি কোটি টাকা অন্যদের পকেটে ঢুকতাে।
মুখ্যমন্ত্রী রাজ্যের ২৬৩ কিঃ মিঃ ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার, গৰু পাচার প্রভৃতি কমেছে। আগামি ডিচেম্বরের মধ্যে সীমান্ত সীল করা হবে। জল সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। অনুপ্রবেশ প্রতিরােধে সেকেণ্ড – লাইন ডিফেন্সের ব্যবস্থা হয়েছে। রাজ্যের মানুষ এই মুহূর্তে পেট্রোলজাতীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেটে পড়ছে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনাে আশার বাণী শােনাতে পারলেন না। জি এ, টি লাগু হবে কি না সে ক্ষেত্রেও নিরব থেকে কেন্দ্রীয় সরকারের দিকে বল ঠেললেন। সাংবাদিক সন্মেলনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনােয়াল এমন কথাও বলেন, “আমি যদি কোনও দোষ করে থাকি তবে আমার বিরুদ্ধেও লিখতে পারেন। সাংবাদিক সম্মেলন শেষে বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি সাংবাদিকদের কাছে দাবি করেন, বিজেপি সরকার ভাল কাজ করছে। তাদের সঙ্গে কোনও মত বিরােধ ঘটে নি।
0 comments: