ওয়েব সংবাদ : না, সমাজকে আর শুধরনো গেল না। প্রতিদিন একই ধরনের খবর প্রকাশ্যে আসার পরও সমাজের একাংশের হুঁশ ফেরেনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বাসের মধ্যে এক তরুণীকে দেখে মধ্যবয়স্ক এক ব্যক্তি প্রকাশ্যেই হস্তমৈথুন করছে। ওই তরুণী তা ভিডিও করে কলকাতা পুলিসের ফেসবুকে পোস্ট করেন এবং এ বিষয়ে অভিযোগ জানান। অভিযুক্ত ব্যক্তিকে পুলিস তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করলেও এই ঘটনা রোজই ঘটে চলেছে মেয়েদের সঙ্গে।
এবার যে ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা হস্তমৈথুনের চেয়েও জঘন্য। ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি ক্রমাগত এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বুধবার হুগলির চুঁচুড়াতে মেলা চলছিল। সেই মেলায় জয় রাইডের সামনে এক কিশোরী তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। কিশোরীর ঠিক পেছনেই এক মধ্যবয়স্ক ব্যক্তিকে দেখা যায়, যে অনবরত যৌন হেনস্থা করে চলেছে ওই কিশোরীর সঙ্গে। এরপর কিশোরীর মা কোনওভাবে বিষয়টা বুঝতে পেরে কিশোরীকে সেখান থেকে সরিয়ে নেন। মেলাতে কে বা কারা এই ভিডিওটি করেছে তা অজ্ঞাত থাকলেও, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি অল্প কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
0 comments: