ওয়েব সংবাদ : কোথায় গেল স্বচ্ছতার ইমেজ। মোদি–অমিত শাহ–যোগী আদিত্যনাথ কেউ পারলেন না ম্যাজিক ধরে রাখতে। ১১টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মাত্র ১টিতেই শেষ পর্যন্ত টিকে থাকতে হল বিজেপিকে। কর্নাটক থেকে মেঘালয় সবগুলিতেই গেরুয়া শিবিরের জয়োধ্বজা একেবারে গুঁড়িয়ে দিল অবিজেপি শক্তি। কর্নাটকের আরআর নগর বিধানসভা উপনির্বাচনে ৪১,১৬২ ভোটে কংগ্রেসের কাছে হারতে হয়েছে বিজেপিকে। একই অবস্থা মেঘালয়ের আমপাতিতে ৩,১৯১ ভোটে জয়ী হয়েছেন কংগ্রেসের মনি ডি সিরা। পাঞ্জাবের শাহকোটে ৩৮,৮০২ ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী হরদীপ সিং লাড্ডি। বিহারের জোকিরহাটে ৪১,২২৪ ভোটে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী শাহনওয়াজ। পশ্চিমবঙ্গের মহেশতলায় অনায়াসেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৬২,৮৯৬ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী দুলালচন্দ্র দাস। ঝাড়খণ্ডের দুটি কেন্দ্রের একটিতেও দাঁত ফোটাতে পারেনি বিজেপি। গোমিয়ায় ২০০০ ভোটে জিতেছেন ঝাড়খণ্ড মুক্তিমোর্চার প্রার্থী ববিতা দেবী। সিল্লিতে ১৩,৫১০ ভোটে জিতেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেত্রী সীমা দেবী। মহারাষ্ট্রের কাদেগাঁওয়েও জিতেছে কংগ্রেস। এই যদি অবস্থা হয় উপনির্বাচনে তাহলে লোকসভায় কী হবে সেটা এখন থেকেই আঁচ করা যাচ্ছে।
লোকসভা ভোটের আগে বিজেপির জন্য অশনি সঙ্কেত এই ফল: মমতা
মহেশতলা উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়ের জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘উপনির্বাচনের ফলাফলই বুঝিয়ে দিচ্ছে মানুষ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ। কোনও সাম্প্রদায়িক শক্তিকে মানুষ পছন্দ করে না। যেভাবে কড়া নিরাপত্তার মধ্যে মহেশতলায় ভোট হয়েছে। তারপরেও ৫ গুণ বেশি ভোটে জিতেছে তৃণমূল প্রার্থী। এর থেকেই বোঝা যায় বাহিনী দিয়ে কিছু হয় না। মানুষ জবাব দিয়েছেন। অন্যান্য উপনির্বাচনেও জয় পেয়েছে অ–বিজেপি দলগুলি। যে যেখানে শক্তিশালী সে সেখানে জিতেছে। লালুকে জেলে ভরেও দলকে হারানো যায়নি। জোকিহাটে জিতেছেন আরজেডি প্রার্থী। বিজেপিকে এটা বুঝতে হবে, যে গায়ের জোরে সবকিছু আদায় করা যায় না। এই ফলাফল প্রকাশের পর লোকসভায় আসনসংখ্যা ২৭০–এ নেমে গিয়েছে বিজেপির।’ এদিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। লাগাতার ১৬দিন ধরে পেট্রোলের দাম বাড়িয়ে ১ পয়সা দাম কমানোর সমালোচনা করেছেন তিনি।
উত্তরকন্যায় বৃহস্পতিবার রাজ্য পুলিসের ডিজির পদে নিযুক্ত করা হয় বীরেন্দ্রকে। সুরজিৎ করপুরকায়স্থর কাছে দায়িত্ব বুঝে নেন বীরেন্দ্র।
0 comments: