নয়া দিল্লী : অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে। এমনই বিস্ফোরক তথ্য কেন্দ্রকে জানাল গোয়েন্দা দপ্তর। জানা গিয়েছে, প্রায় ৪৫০ জন পাকিস্তানের জঙ্গি কাশ্মীরে ইতিমধ্যেই প্রবেশ করেছে। তারা নিয়ন্ত্রণ রেখা সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় নাশকতা করার সুযোগের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রকে পাঠান রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী বিশেষ করে হিজবুল–উল–মুজাহিদিন এবং লস্কর–ই–তৈবা পরিকল্পনা করছে ২৮ জুন অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালানোর।
জানা গিয়েছে, রমজান মাসে অপরেশন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কেন্দ্র। আর জঙ্গি গোষ্ঠীরা এই সময়টাকে ব্যবহার করতে চাইছে। এই সময়ই তারা নতুনদের নিয়োগ করে নিজেদের ক্ষমতা আরও বাড়িয়ে নিচ্ছে। সার্জিকাল স্ট্রাইকে বড়সড় সাফল্য লাভের পর এই প্রথমবার আবারও নিয়ন্ত্রণ রেখায় এ ধরনের কীর্তি–কলাপ দেখা যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ অধিকর্তা এ বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, পাকিস্তানের বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসজি) সহায়তায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে নতুন জঙ্গিরা কাশ্মীরে অনুপ্রবেশ করেছে। নিয়ন্ত্রণ রেখায় বর্ডার অ্যাকশন টিমকে চালনা করার জন্য এসএসজিকে নিয়োগ করা হয়।
সূত্রের খবর, প্রশিক্ষণরত এসএসজি কমান্ডোদের দেখা গিয়েছে জৈশ–ই–মহম্মদ, লস্কর–ই–তৈবা এবং হিজবুলের মত জঙ্গি গোষ্ঠীদের নিয়ন্ত্রণ রেখা পার করায় সাহায্য করতে।
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই মুহূর্তে নিয়ন্ত্রণ রেখা সহ বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। দেখা যাক, কোথায় কোথায়, কতজন জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে? রিপোর্ট অনুযায়ী, গুরেজ সেক্টরে ২০ জন, মাছিল সেক্টরে ৫০ জন, কেরন সেক্টরে ৫৫ জন, তাংধার সেক্টরে ৬৫ জন, নউগ্রাম সেক্টরে ৭ জন, উরিতে ৫০ জন, পুঞ্চে ৩৫ জন, ভিমবার সেক্টরে ১২০ জন, নউশেরা সেক্টরে ৩০ জন এবং রামপুর সেক্টরে ৩০ জন জঙ্গি লুকিয়ে রয়েছে।
এরই মাঝে বৃহস্পতিবার ২দিনের সফরে জম্মু–কাশ্মীরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রকে জঙ্গি কার্যকলাপের বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেনাবাহিনী অপেক্ষা করছে কেন্দ্র যদি কোনওভাবে অপরেশন করার অনুমতি দেয়। কারণ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে জম্মু–কাশ্মীরে জঙ্গি নিধন বন্ধ রয়েছে।
0 comments: