জয়শ্ৰী আচাৰ্য, লামডিং:
লামডিং রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক তথা সমাজকর্মী জ্যোতির্ময় ঘোষাল-এর প্রয়ানে মর্মাহত সহকর্মী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক স্মরন সভা আয়োজিত হয়।
গত ৯ ই জুন স্থানীয় আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরী প্রেক্ষাগৃহে আয়োজিত স্মরনসভায় জ্যোতির্ময় ঘোষাল-এর প্রতিকৃতির সামনে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রেলওয়ে স্কুলের শিক্ষক-শিক্ষয়িত্রীগন। প্রাক্তন ছাত্র কনক চক্রবর্তীর স্বাগত ভাষনের পর কবিগুরুর 'পুরানো সেই দিনের কথা' গানটি সমবেত কন্ঠে পরিবেশন করেন শিক্ষবিদ তথা জ্যোতির্ময় ঘোষালের সহকর্মী সন্তোষ সেনগুপ্ত এবং প্রাক্তন ছাত্র=ছাত্রীবৃন্দ।
জ্যোতির্ময় ঘোষাল-এর কর্মজীবন এবং আদর্শ নিয়ে স্মৃতিচারনে অংশ নেন রেলওয়ে স্কুলের অধ্যক্ষ বোরহান আলি, সন্তোস সেনগুপ্ত, নেপাল দাস, সদাগর মজুমদার, নির্ম্যল্য সাহা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষয়িত্রীগন। এছারা ছাত্র ছাত্রীদের মধ্যে স্মৃতিচারন করেন মৃদুল কান্তি মালাকার, বুল্টি ঘোষ, তুহিনাংশু চৌধুরী বিপ্লব দে এবং অন্যান্যরা।
অনুষ্ঠানে জ্যোতির্ময় ঘোষাল-এর স্মরনে স্বরচিত কবিতা পাঠ করেন কনক চক্রবর্তী। স্মরনসভার আয়োজকদের মধ্যে ছিলেন কনক চক্রবর্তী, রাকেশ রায়, তন্ময় দেব, দেবাশিষ সরকার, বাপ্পা দে, সৌমিত্র দাস, বিপ্লব দে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালন করেন রেলওয়ে স্কুলের প্রাক্তন ছাত্র তথা শিক্ষক সুব্রত ভট্টাচার্য।
0 comments: