দিল্লি: ডোকলামে ফের চীনা গতিবিধির সংবাদ ভুয়ো। সাফ জানিয়ে দিল দিল্লি। এই বিষয়ে মার্কিন প্রশাসনিক আধিকারিকের বিবৃতির অপব্যাখ্যা হয়েছে বলে দাবি বিদেশ মন্ত্রকের।
বৃহস্পতিবার ভারত সরকারের মুখপাত্র দিল্লিতে জানান, ‘আমেরিকার প্রশাসনিক আধিকারিককে উদ্ধৃত করে ডোকলাম বিষয়ক যে খবর সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, তা সত্যি নয়।’ আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ আধিকারিক অ্যালিস ওয়েলস মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে বলেন, ‘ভারত–ভুটান ও চীনের মধ্যে থাকা বিতর্কিত অংশ ডোকলামে আবার অনুপ্রবেশ শুরু করেছে চীনের সামরিক বাহিনী। সকলের চোখের অলক্ষ্যেই সেখানে নিজেদের অবস্থান মজবুত করছে বেজিং। ভারত ও ভুটানের এই বিষয়ে সজাগ হওয়া প্রয়োজন।’ মার্কিন আধিকারিকের এই বক্তব্যের পরেই ডোকলাম নিয়ে রাজ্যসভায় বিবৃতি দেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। অ্যালিস ওয়েলসের আশঙ্কা উড়িয়ে তিনি জানান, ‘ডোকলাম নিয়ে চিন্তার কিছু নেই। সেখানে পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। গোটা এলাকায় কূটনৈতিক পরিবেশ বিরাজ করছে।’ মন্ত্রীর সুরেই ডোকলাম বিতর্কে রাশ টেনেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমারও। অর্থাৎ সরকারি বিবৃতি মারফত বোঝা গেল, ওয়েলসের কথার অর্থের ভুল ব্যাখ্যা করা হয়েছিল।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
আস্থা ভোটে সহজেই জয় : কৰ্ণাটকে জেডিএস–কংগ্রেস জোটের সরকার মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, উপমুখ্যমন্ত্রী
দল ছাড়ার কেনো প্রশ্নই নেই : শোভন দেবকিশোর চক্রবর্তী, কলকাতা : সময়টা ভাল
মেলার মধ্যে প্রকাশ্যেই কিশোরীকে যৌন হেনস্থা ওয়েব সংবাদ : না, সমাজকে আর শুধরনো গেল না। প্র
যোৰহাটত প্ৰিয়ংকা চোপ্ৰা যােৰহাট : চাৰিদিনীয়া ভ্রমণসূচীৰে আজি অসমলৈ আ
‘হনুমান জি’ বিশ্বের প্রথম আদিবাসী নেতা ওয়েব সংবাদ : বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনা
লড়াই ত্রিমুখী হলেও ‘ছক’ দেখছে বিরোধীরা ওয়েব সংবাদঃ পঞ্চায়েতের যত আসনে ভোট হবে, তার স
0 comments: