‘‌সঞ্জু’ ছবির পরিচালককে আইনি নোটিস গ্যাংস্টার আবু সালেমের‌


 ওয়েব সংবাদ: ‌গ্যাংস্টার আবু সালেম ‘‌সঞ্জু’‌ ছবির পরিচালক–নির্মাতাদের আইনি নোটিস পাঠাল। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ‘‌সঞ্জু’‌ ছবিতে তার চরিত্রটি ভুলভাবে দেখানো হয়েছে, তাই ছবির প্রযোজক ও পরিচালককে আইনি নোটিস পাঠানো হয়। জানা গিয়েছে, আবু সালেম তার আইনজীবী মারফৎ এই নোটিস পাঠায়। নোটিসে বলা হয়েছে, ছবির যে অংশে তাকে নিয়ে ভুল তথ্য রয়েছে তা বাদ দেওয়া হোক এবং ক্ষমা চাওয়া হোক তার কাছ থেকে  ছবির প্রযোজক ও পরিচালককে নোটিসের জবাব দেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে, নইলে আবু সালেম তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবে। সূত্রের খবর, ‘‌সঞ্জু’‌ ছবির একটি দৃশ্যে দেখা যাচ্ছে ১৯৯৩ সালে মুম্বইয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সময় নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করছেন রণবীর কাপুর ( ‌ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন)‌ এবং সেই অস্ত্রই আবু সালেম সরবরাহ করেছে বলে দেখানো হয়েছে। আর এই দৃশ্য নিয়েই প্রবল আপত্তি আবু সালেমের। আবুর আইনজীবী জানিয়েছেন, অস্ত্র সরবরাহের সঙ্গে আবু সালেমের কোনও যোগ নেই এবং তিনি কখনোই সঞ্জয় দত্তকে কোনও অস্ত্র সরবরাহ করেনি। সম্প্রতি রাজকুমার হিরানি পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক ‘‌সঞ্জু’‌ মুক্তি পেয়েছে। এ বছরের সবচেয়ে বড় ব্লক ব্লাস্টার হিট হয়েছে এই ছবি। রণবীর কাপুর এই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: