ওয়েব সংবাদ: ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনছে মিসাইল শিল্ড। যা দিয়ে আকাশেই ধ্বংস করে দেওয়া যাবে একের পর এক ক্ষেপনাস্ত্র। মিসাইল শিল্ড টেকনোলজি হল শত্রু মিসাইল থেকে যে কোনও শহরকে বাঁচাতে সক্ষম। আকাশেই ধ্বংস করে দেয় কোনও হামলাকারী বিমান, মিসাইল, চালকবিহীন বিমানকে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় এটাই এখন অন্যতম প্রধান অস্ত্র। এই মিসাইল শিল্ড ভারতের হাতে আসলে চাপে পড়বে চীন ও পাকিস্তান। কারণ তাদের কাছে এই অত্যাধুনিক মিসাইল শিল্ড নেই।
অন্যদিকে সূত্রের খবর, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন মিসাইল শিল্ড সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। এতে খরচ পড়বে ১০০ কোটি ডলার। ওই মিসাইল ডিফেন্স সিস্টেম পুরনো এয়ার ডিফেন্স সিস্টেমের বদলে কাজ করবে। এখনও পাকিস্তান ও চীনের সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে ভারতের। সেখানে এই মিসাইল শিল্ড ভারতের হাতে আসলে অনেককেই সমঝে দেওয়া যাবে।
ইজরায়েল এই প্রতিরক্ষা পদ্ধতি কাজে লাগিয়েই হামাস জঙ্গিদের হামলা রুখে দিচ্ছে। ২০০৫ সাল থেকে এটিকে কাজে লাগিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এই মিসাইল শিল্ড রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডসের কাছে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
এনআরসি:অ-সম ভূমিতে মৃত্যুর মিছিলের নবীনতম আক্রান্ত ৯৫ বছরের বৃদ্ধ পারিজাত এন. ঘোষ: ১৯৫১র এনআরসি থাকা সত্ত্বেও ৯৫
মহার্ঘ জ্বালানি তেল, মোদিকে বিঁধলেন মমতা কলকাতা : আর একদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র
১৫ বছর ধরে তরুণীকে ধর্ষণ ওঝার ওয়েব সংবাদ: ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশে
মায়া-অখিলেশ জোট এ বারও, বেসুরো অজিত ওৱেব সংবাদঃ ফুলপুর ও গোরক্ষপুরে উপনির্বাচনে হ
সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের দারস্থ বিরোধীরা, তৈরি নয়া অঙ্ক ওয়েব সংবাদ : কর্নাটকের রাজনৈতিক প্রেক্ষাপট
ধর্ষণের জন্য মেয়েদের পোশাককে দায়ী করবেন না- প্রতিরক্ষামন্ত্রী দিল্লীঃ ধর্ষণ নিয়ে এবার মৌলবাদী মতামতের
0 comments: