বিজেপি-কংগ্রেস টাকার এপিঠ আর ওপিঠঃ বদরুদ্দিন আজমল

গুয়াহাটি : কংগ্রেস আর বিজেপি টাকার এপিঠ আর ওপিঠ, এই দুটি দলের মধ্যে গুণগত কোনও পার্থক্য নেই। আজ এ আই ইউ ডি এফের প্রধান সাংসদ বদরুদ্দিন আজমল এক টুইট বার্তায় এই অভিযােগ করেছেন। তিনি বলেন, এ আই ইউ ডি এফ দলের জনভিত্তি এবং জনপ্ৰিয়তা ক্রমশঃ উৰ্দ্ধমুখী, তাই কংগ্রেস দল ঈর্ষান্বিত হয়ে ধর্মনিরপেক্ষ এ আই ইউ ডি এফকে আক্রমণ করেই চলেছে। কংগ্রেস দলকে ভণ্ড এবং মুখােশধারীদের দল বলে অভিহিত করে এ আই ইউ ডি এফের সভাপতি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ ২০১১ সালের করিমগঞ্জে নির্বাচনী এক জনসভায় হিন্দু বাংলাদেশীদের পক্ষে ওকালতি করেছিলেন। তাদের এই রাজ্যে নাগরিকত্ব দেওয়া হবে বলে আশ্বাসও দিয়েছিলেন। এখন ২০১৬ সাল থেকে বিজেপিও হিন্দু বাংলাদেশীদের পক্ষে কথা বলছেন, তাদের সমর্থনে নাগরিকত্ব বিল আনতে চাইছে, তাই বিজেপি ও কংগ্রেস দলের মধ্যে কোনও তফাৎ নেই। 
এ আই ইউ ডি এফের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এ আই ইউ ডি এফের প্রধান সাংসদ বদরুদ্দিন আজমল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেও বিজেপির প্রতি নরম মনােভাব পােষণ করেছেন। দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত রাজ্যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এ আই ইউ ডি এফ প্রশ্রয় দিচ্ছে বলে বিস্ফোরক অভিযােগ করে বলেন, বিজেপি থেকেও এ আই ইউ ডি এফের সংগঠন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, এই অভিযােগের পরেই কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ এ আই ইউ ডি এফকে আক্রমণ করতে শুরু করে, তা প্রত্যাক্ৰমণ করে এ আই ইউ ডি এফ প্রধানের টুইট বার্তা।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: