গুয়াহাটিঃ অষ্ট্রেলিয়ার ক্রিকেটটিমের বাসে ঢিল ছুড়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিন্দার ঢেউ অব্যাহত আছে। আলফাব স্বঘোষিত কমাণ্ডার-ইন-চিফ পরেশ বরুয়া, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালসহ সব পর্যায়ের মানুষ এই ঘটনার তীব্র নিন্দ করেছেন। আজ রাজ্যের পুলিশ প্রধান মুখোশ সহায় আজ জানান, ঐই লজ্জাজনক ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ৪ জন মোবাইলে অষ্ট্রেলিয়া-ভারত খেলা দেখেছিল, এবং বামুনপাড়া মাঠের চকে বসে মদ খেয়েছিল, এই যুৱক ৪ জন তার পর ভাত খেয়ে মাঠে বসেছিল। অষ্ট্রেলিয়া টিমের বাস পাশ দিয়ে যাবার সময় মনােজ মেধি নামে এক যুবক বাসটিতে ঢিল ছুড়েছিল। ঘটনার সময় বাকী ৩ জন উপস্থিত ছিল৷|ডি জি পি সহায় বলেন, আগে আটক করা দুইজন যুবক অপরাধী প্রমানিত না হলে তাদের ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বাহিনীকে সবধরনে নির্দেশ দেওয়া হযেছিল, কোনও গাফিলতি হয়, নি। অপরাধীদের গ্রেপ্তার করার জন্য ডি জি পি সহায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। প্রশ্ন উঠেছে অল্পবয়স্ক যুবক ৪ জন গ্রেপ্তার করা হলে জুভেনাইল আইনের ধারায় পড়বে না তো? অন্য এক প্রসঙ্গে ডি জি পি মুকেশ সহায় বলেছেন, জাতীয় নাগৰিক পঞ্জির (এন আর সি) নোডেল অফিসার প্রতীক হাজেলার আশংকার কোনও ভিত্তি নেই। প্রতীক হাজেলা আশংকা প্রকাশ করেছেন, এন আর সির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে না পারে, তার জন্য রাজ্যে দুন্টু চক্ৰ চক্রান্ত করছে, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেই প্রসঙ্গে সহায় বলেন, রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনাধীন যে কোনও ধরনের চ্যালেঞ্জ নেবার ক্ষমতা রাজ্য পুলিশের আছে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: