
সেদিকে মাথায় রেখে মঙ্গলদৈর বিজেপি সাংসদ রমেন ডেকা গত ৯ জুলাইয়ে তদানীন্তন রেলওয়ে মন্ত্ৰী সুরেশ প্ৰভুকে এক গোপনীয় চিঠি দিয়ে অনুরোধ করেছেন, লামডিঙে খালী হয়ে যাওয়া কোয়াৰ্টার্স এবং অন্যান্য জায়গাগুলি যেন ভালোভাবে ঘিরে নেওয়া হয়৷ যাতে সেখানে অবৈধ অনুপ্ৰবেশকারীরা দখল নিতে না পারে৷ সাংসদ চিঠিতে বাংলাদেশীদের দিকেই আঙুল তুলেছেন৷ ওই চিঠিতে সাংসদ পরামৰ্শ দিয়েছেন, গুয়াহাটি ব্যস্ততম রেলওয়ে ষ্টেশন৷ এই ষ্টেশন থেকে কিছু ট্ৰেনকে লামডিঙে জংশন ষ্টেশনে স্থানান্তৰ করা হোক৷ তা করা হলে বরাক উপত্যকার মানুষ উপকৃত হবে৷ তার পাশাপাশি তিনি দরং জেলাকে রেল পথের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়ার অনুরোধ জানান৷
প্ৰসঙ্গত লামডিঙে বাঙালি প্ৰধান শহরে ডি ভোটারের নামে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের যথেচ্ছারভাবে হেনস্থা করা হচ্ছে৷ বিজেপি সাংসদের এই গোপন চিঠি বাংলাদেশি শনাক্তকারীদের নামে অত্যাচার করে আশা সীমান্ত পুলিশদের উৎসাহ যোগাবে বলে ভুক্তভোগীদের অভিযোগ৷
0 comments: