লামডিং : বৃহস্পতিবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে ষ্টেশনে ঘটল এক অঘটন৷ হঠাৎই এক যুবক নিম্নগামী তিনসুকীয়া-লালগড় অবোধ অসম এক্সপ্রেসের সামনে ঝাঁপিয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে এক বিশৃঙ্খল পরিস্তিতির সৃষ্টি হয় ষ্টেশন চত্বরে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকটির৷ জানা যায় অনেক সময় ধরেই ষ্টেশনে বসেছিল যুবকটি৷ ষ্টেশনে ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে বলে জানায় রেলওয়ে পুলিশ এবং ষ্টেশন মাষ্টার৷ এখনও পর্যন্ত যুবকটির পরিচয় জানা যায়নি৷ তবে মৃত যুবকটির পকেট থেকে গত ২৪ তারিখের হাজিপুর থেকে আগরতলা পর্যন্ত একটি ট্রেনের টিকিট উদ্ধার করে পুলিশ৷
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: