করিমগঞ্জে নিরুদ্দিষ্ট তালিকায় হিন্দুদের সংখ্যা বেশি, হিন্দুত্ববাদী বিজেপি নেতারা বিস্ময়করভাৱে নীররঃ দাঁইয়ান হুসেন
গুয়াহাটি : জাতীয় নাগরিক পঞ্জিতে (এনআরসি) করা খিলঞ্জীয়া বা ভূমিপুত্র হবেন বা অরিজিনাল ইনহেবিটেন্ট বিসাবে গণ্য করা হবে তা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক চলছে। সীমান্ত পুলিশ সংবাদ পত্রে বিজ্ঞাপন দিয়ে প্রকাশ করেছে রাজ্যে প্রায় ৪০ হাজাৰ বাংলাদেশী নিরুদ্দিষ্ট অৱস্থায় আছে। এই দাবীর অন্তরালে সবটায় সঠিক তথ্যের ওপর প্রতিষ্ঠিত হয় নি। গুয়াহাটি হাইকোর্টে আইনজীৱি আহমেদ লতিফুল ইসলাম তথ্য সহকারে অভিযোগ করেছেন ধুবুরী জেলায় দক্ষিণ শালমারা নির্বাচন কেন্দ্রের কয়েকশো গরীব শ্রমজীৱি মানুষ কাজের সন্ধানে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করার অপরাধে অনেকের নামে বিদেশী নোটিশ ইস্যু করা হয়েছে। এই রকমের বিশজন শ্রমিকের ভারতীয় নাগরিকত্বে বৈধ নথিপত্র দাখিল করে হাইকোর্টে সুবিচারের জন্য দ্বারস্থ হয়েছেন আইনজীৱি আহমেদ লতিফুল ইসলাম। তাকে সহযোগিতা করছেন গুয়াহাটী হাইকোর্টের আইনজীৱি দাইয়ান হুসেন। এই দুই আইনজীৱি কংগ্রেস দলের কর্মকর্তা।
আইনজীবি আহমদে সালাম, চান্দমীয়া, জাহিরুল ইসলাম প্রমুখ বিশজন শ্রমজীবি গরিব মানুষ রুজি-রোজগারের স্বার্থে ১৯৯৯-২০০০ সালে যোরহাট জেলায় গিয়েছিলেন। বিভিন্ন দিন হাজিরার কাজে তারা লিপ্ত ছিলেন। স্থানীয় পুলিশ সন্দেহবশতঃ তাদেরকে থানায় নিয়ে গিয়ে নাম ধাম লিখে রাখে। দীঘি বছর ইন্টারনেটের মাধ্যমে তারা জানতে পারেন তাদেরকে নিরুদ্দিষ্ট তালিকায় অন্তৰ্ভক্ত করে বিদেশী সাজানো হয়েছে। আইনজীৱি ইসলাম ঐ শ্রমিকদের পক্ষে ওকালতি করে জানান, তিনি প্রথম ইন্টারনেটে নামগুলি দেখে তাদেরকে খবর দেন। পুলিশ আগাম কোনও নোটিশ দেয়নি। সংশ্লিষ্ট থানার পুলিশ বিদেশী নোটিশের কপিও আইনজীৱিদের দেয়নি।
আইনজীৱি আহমেদ লতিফুল ইসলাম জানান, তিনি ধুবুরী জেলার মানুষ দারিদ্র পীড়িত দক্ষিণ শালমারার মানুষগুলির দুরবস্থার কথা জানেন, বিশজন শ্রমিকই ভোটার, নাগরিকত্বের বৈধ নথিপত্র আছে। তার পরেও কোনও খোঁজ খবর না করে এক পক্ষীয়ভাৱে তাদেরকে বিদেশী সাজানো হয়েছে। প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা গুয়াহাটী হাইকোর্টের আইনজীৱি দাইয়ান হুসেন অভিযোগ করেন, রাজ্যে নিরুদ্দিষ্ট বিদেশী তালিকার মধ্যে এক বৃহৎ সংখ্যক হিন্দু মানুষের নামও আছে।
বরাক উপত্যকার মানুষ আইনজীৱি হুসেন জানান, বরাকের কাছাড় জেলায় ৩৩৮৯ জন নিরুদ্দিষ্ট বিদেশী মধ্যে সংখ্যাগরিষ্ট হিন্দু, করিমগঞ্জ জেলায় ১৭৩৪, হাইলাকান্দি জেলায় ১২৭ জন নিরুদ্দিষ্ট ব্যক্তির তালিকা সীমান্ত পুলিশ প্রকাশ করেছে। করিমগঞ্জের কংগ্রেস নেতা দাঁইয়ান হুসেন প্রশ্ন তোলেন বরাকে বিশেষ করে করিমগঞ্জ জেলায় নিরুদ্দিষ্ট তালিকায় হিন্দুদের সংখ্যায় বেশি। অথচ করিমগঞ্জে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা বিস্ময়করভাৱে নীরব। অথচ করিমগঞ্জের বিশিষ্ট সাংবাদিককে মারধোর করার ব্যপারে বিজেপি নেতাদের আগ্রহের কোনও খামতি নেই।
0 comments: