শিক্ষার্থীর অভাবে অনেক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আসন ফাঁকা রয়েছে। সমস্যা মেটাতে কলেজগুলোকে জুড়ে দেওয়ার কথা বিবেচনা করছে দেশের কারিগরি শিক্ষা নিয়ামক সংস্থা এআইসিটিই। এমনকি কলেজগুলোর বাইআউটের প্রস্তাব মানতেও রাজি তারা। কম ছাত্রভর্তির কারণে দেশের ৮০০ কলেজ প্রায় বন্ধের মুখে। কলেজগুলোর পক্ষে এআইসিটিই–র কাছে দু’বছর বন্ধ রাখার আবেদন করা হয়। তাদের আরও আবেদন, বন্ধের দাবি না মানলে অন্তত কলেজগুলোকে মিশিয়ে দেওয়ার আর্জি মেনে নেওয়া হোক। কমিটি এখন কলেজগুলোকে মিশিয়ে দেওয়া বা বাইআউটের আইনি দিক খতিয়ে দেখছে।
অনেক খরচ করে এই সমস্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করার পরে যথাযথ চাকরি মিলছে না। তাই কারিগরি শিক্ষায় আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা।
গত পাঁচ বছরে ৫২৭ কলেজ এবং ৪,৬৩৩ কোর্স বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র মহারাষ্ট্রেই ৯২১ কোর্স এবং ৬৯ কারিগরি শিক্ষার কলেজ বন্ধ হয়েছে। কোর্সগুলোর মধ্যে রয়েছে, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, স্থাপত্যবিদ্যা, পলিটেকনিক, হোটেল ম্যানেজমেন্ট। পাঁচ বছরে ৩০ শতাংশ আসনও ভর্তি হয়নি বলে ৮০০ কলেজ বন্ধ রেখেছে এআইসিটিই।
0 comments: