হোজাই : মধ্য অসমের বাঙালি প্রধান শহর হােজাই থেকে বাংলা সাপ্তাহিক ‘হােজাই দৰ্পণ” আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল। সোমবার হােজাই পৌরসভার প্রেক্ষাগৃহে হােজাই জেলার ডেপুটি কমিশনার মানবেন্দ্ৰ প্ৰতাপ সিং, জেলার অতিরিক্ত পুলিশ প্রধান ধর্মেন্দ্ৰ দাস, হােজাই পৌরসভার বিশিষ্ট ক্রীড়াবিদ কমল দত্ত, মার্কাজুল মারিফের সভাপতি সামসুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান লস্কর, হােজাই থানার ইনচার্জ প্রধান ক্ষিতেশ্বর বনিয়া, সাংবাদিক অরূপ চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সাপ্তাহিক ‘হােজাই দৰ্পণ” যুগ্মভাবে আনুষ্ঠানিক উন্মোচন করেন স্থানীয় বিধায়ক শিলাদিত্য দেব এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত। সঞ্জিত সরকারের মুখ্য সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত ‘হােজাই দর্পণ” উন্মোচন অনুষ্ঠানে উন্মোচক হিসেবে অংশগ্রহণ করে বাংলা ওয়েভ পোর্টাল সংবাদ প্রহরীর সম্পাদক অমল গুপ্ত বলেন— হােজাই লামডিং এই দুই শহরের হাজার সমস্যা। সেই সব জ্বলন্ত সমস্যা সমাধানে হােজাই দর্পণকে প্রহরী হিসেবে কাজ করতে হবে। বিধায়ক শিলাদিত্য দেব বলেন, সংবাদ পত্র প্রকাশ করা সহজ, কিন্তু তা চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। একইভাবে ডেপুটি কমিশনাৰ মানবেন্দ্ৰ প্ৰতাপ সিং এই সাপ্তাহিককে সর্ববিধ সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য আশির দশকে এই জেলা থেকে প্রথম বাংলা সাপ্তাহিক “ঐকতান” অমল গুপ্তর সম্পদনায় প্রকাশিত হয়েছিল।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: