কাল থেকে গুয়াহাটিতে সর্বভারতীয় জি এস টি কাউন্সিলের বৈঠক

আম জনতাকে স্বস্তি দিতে জি এস টিতে ব্যাপক সংস্কারের লক্ষ্য : ২৮ শতাংশর জায়গায় সবোচ্চ ১৮ শতাংশ জি এস টি লাগু করার প্রস্তাব 

অমল গুপ্ত, গুয়াহাটি : 
গুডস এ্যান্ড সার্ভিস ট্যাক্সেস বা পণ্য পরিসেবা কর (জি এস টি) বর্তমান দেশের সব থেকে বেশি চাচিত বিষয়। জি এস টি লাগু হওয়ার ফলে রাজ্যের অধিকাংশ নিত্য ব্যবহার্য সামগ্ৰীীর মূল্য বৃদ্ধি ঘটেছে। আম জনতার নাভিশ্বাস উঠছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত। গুজরাট এবং হিমাচল প্রদেশের নির্বাচনে জি এসটির বিরূপ প্রভাবের ভয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জি এস টি-র বেশ কিছু সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৯ ও ১০ নভেম্বর-এ গুয়াহাটি মহানগরে জি এস টি কাউন্সিলের সর্বভারতীয় বৈঠক বসছে। দেশের ২৪ টি রাজ্যের অর্থমন্ত্রীরা এই শীর্ষ বৈঠকে শামিল হবেন। দেশের অর্থমন্ত্রী অরুণ জোঁটলি, অর্থ প্রতি মন্ত্রী প্রকাশ মিশ্র, অর্থ উপদেষ্টা অরবিন্দ সুব্ৰমনিয়াম প্রমুখ সারা দেশের অর্থমন্ত্রীদের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। 
রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা এবং পশ্চিম বংগের অর্থ মন্ত্রী অমিত মিত্রর বেশ কিছু প্রস্তাব মেনে নেওয়া হবে বলে জানা গেছে। অর্থমন্ত্রী শৰ্মা প্রস্তাব দিয়েছেন, কম্পোজিশন স্কীমের আওতায় আসার জন্য ব্যবসার উদ্ধসীমা বছরে ৭৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ঢেড় কোটি টাকা করা হােক। এছাড়া রাজ্যের মধ্যেই ব্যবসার নিয়ন্ত্রণ তুলে ভিন রাজ্য পণ্য পাঠাতে ছাড় দেওয়া হােক। সাধারণ রেস্তোরায় ত্রৈমাসিক এক শতাংশ কর নেওয়া প্রস্তাবসহ জি এস টির উদ্ধসীমা ২৮ শতাংশ থেকে হ্রাস করার পরামর্শ দিয়েছেন। 
পশ্চিম বঙ্গর অর্থ মন্ত্রী অমিত মিত্রর বক্তব্য, জি এস টি লাগু করা হয়েছে তড়ি-ঘড়ি করে। রাজ্যগুলোকে সময় দেওয়া হয়নি। তিনি সৰ্বোচ্চ ২৮ শতাংশ জি এস টি লাগু হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এর ফলে দেশের অধিকাংশ নিত্য ব্যবহার্য ভোগ্য সামগ্রীর মূল্য বহুগুণ বেড়ে গেছে। আম জনতা রীতিমতো ক্ষুব্ধ। রিটার্ণ ফাইলের জটিলতা, পোর্টালে গণ্ডগোল প্রভৃতির ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা যারপরনাই ক্ষোভে ফেটে পড়েছে। তিনি ২৮ শতাংশর জায়গায় সবোচ্চ ১৮ শতাংশ জি এস টি লাগু করার দাবী জানিয়েছেন। যে পণ্যে ১৮ শতাংশ চাপানো হয়েছে সেইগুলোকে ১২ শতাংশ করার আজি জানিয়েছেন। 
রাজ্যের অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানান, আম জনতাকে স্বস্তি দিতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্নভাবে সুবিধা দিতে জি এস টির ব্যাপক সংশোধন ঘটানো হবে। এই বৈঠকে প্রথম তিন মাসের অগ্রগতি পৰ্যালোচনা করা হবে এবং ক্ৰটিগুলি সংশোধনের চেষ্টা হবে। গুয়াহাটি মহানগরের সর্বভারতীয় পর্যায়ের জি এস টি কাউন্সিলের বৈঠক কে কেন্দ্র করে মহানগরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 
মহানগরের ‘রেডিশন ব্লু’ এই পাঁচ তারা হােটেলে বৈঠক অনুষ্ঠিত হবে। অপর পাঁচ তারা হােটেল ‘তাজ ভিভান্ট” হােটেলের অন্যান্য রাজ্যের মন্ত্রীরা থাকবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকবেন রেডিশন ব্লুতে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল দেশের ২৪ রাজ্যের অর্থমন্ত্রীকে নৈশ ভোজে আপ্যায়ন করবেন। বাইরের মন্ত্রী এবং অতিথি অভ্যাগতদের মনোরঞ্জনের জন্য ব্ৰহ্মপুত্র নদে প্রমোদ ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। কাজিরঙা রাষ্ট্ৰীয় উদ্যানে যেতে ইচ্ছুক মন্ত্রীদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক মন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন তারা কামাখ্যা ধামে যেতে চান। তার মধ্যে অর্থমন্ত্রী অরুণ জেটলিও আছেন। প্রসঙ্গত দেশের এন ডি এ সরকারের আমোলে সর্বভারতীয় জি এস টি কাউন্সিলের বৈঠকের দুমাস বাদেয় রাজ্যে গ্লোবাল বিজনেছ সামিট অনুষ্ঠিত হবে। প্রধান মন্ত্রী নরেন্দ্ৰ মোদী সেই সামিটের উদ্বোধন করবেন।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: