ধর্মীয় বিভাজন রুখতে মৈত্রীর গান গাইছেন একা এক নগর বাউল

  • মোনালিসা ভরদ্বাজ 

তিনি কবিতা লেখেন প্রেম বিরহের। যাপন করেন বোহেমিয়ান বাউলিয়া জীবন। আবার গানও করেন উৎসবে অনুষ্ঠানে পেশাদারি মুন্সিয়ানায়। সেই তিনি দেবকিশোর চক্রবর্তী প্রাণের টানে গলা ছেড়ে গাইছেন সম্প্রীতির গান। 
না কোনো সজ্জিত মঞ্চে নয়। তিনি গাইছেন দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় জেলায়।নদীমাতৃক বাংলায় তিনি গাইছেন দুই বঙ্গের গান। ওপারের লালন সাঁই থেকে আব্বাস উদ্দিনের গানের পাশাপাশি গাইছেন এপারের পূর্ণদাস বাউলের গান।
তবে সম্প্রীতির গানে শিল্পী আস্থা রেখেছেন লালনেই। যেমন উদাত্ত কণ্ঠে গাইছেন---'জাত গেল জাত গেল বলে'। কিম্বা 'দয়া নি করিবায় আল্লা রে---'। 
কেন এমন ভাবনা ? লোকগায়ক দেবকিশোর বলছেন---'ভাবনাটা নতুন নয়। আসলে সারা দেশজুরেই চলছে মেরুকরণের রাজনীতি। হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিভাজনের পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা চলছে।আমার গানের মূল ভাবনাই হচ্ছে ধর্মীয় বিভেদে এহেন অপপ্রয়াসের বিরুদ্ধে প্রতিবাদ।' অবাক করার বিষয়, শিল্পী দেবকিশোরের এহেন প্রয়াসকে সমর্থন জানাচ্ছেন গ্রাম বাংলার জনগণ। উভয় সম্প্রদায়ের মানুষ মজেজেন দেবিকশোরের মৈত্রীর গানে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: