গুয়াহাটি : বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় বিদ্যুৎ সমস্যা সুরাহা হওয়ার সম্ভাবনা বিশ বাওঁ জলের তলায় চলে গেল। ২০১৩ সাল থেকে ১৩০ কেভি করিমগঞ্জ সাবষ্টেশন নির্মাণের কাজ চলছে। এই ষ্টেশনটি বাস্তবায়িত হলে বিদ্যুতের সমস্যা থাকতো না। প্রায় ৪০-৫০ শতাংশ কাজ সম্পূর্ণ হওয়ার পর ঠিকাদার সংস্থা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। তারা পূরণো দরে কাজ করতে রাজি নয়। নির্মাণ খরচা বহুগুণ বেড়ে গেছে। বিদ্যুৎ পরিষদের চেয়ারম্যান জিষ্ণু বরুয়া আজ জানিয়ে দিয়েছেন, তাদের পক্ষে নতুন করে দর বৃদ্ধি করা যাবে না। নির্মাণ সংস্থাকে বাতিল করে নতুন ঠিকাদার সংস্থাকে কাজে লাগিয়ে সাব ষ্টেশনটি নির্মাণ করতে হবে। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শনিবার বিদ্যুৎ মন্ত্রী পল্লবালোচন দাসের সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারক পত্র দিয়ে অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করার দাবী জানিয়েছেন। তিনি বলেন, কাজটি বন্ধ করে দেওয়ার ফলে ভবিষ্যতে নতুন ঠিকাদার সংস্থাকে দিয়ে কাজ করা সম্ভবপর হবে না। নানা জটিলতা নেমে আসবে। দর বহুগুণ বেড়ে যাবে। তাই এই ব্যাপারে। করিমগঞ্জ সাবষ্টেশনটি যে কোনওভাবে বিশেষভাবে গুরুত্ব দিয়ে নির্মাণ করার দাবী জানিয়েছেন বিধায়ক পুরকায়স্থ। তিনি বলেন, বরাক উপত্যকা এমনিতেই বিদ্যুতের সংকট। তার উপর ১৩০ কেভি সাব ষ্টেশন টি নির্মাণ না হওয়ার ফলে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তিনি বলেন, আসন্ন বিধানসভা অধিবেশনে করিমগঞ্জ জেলার বিদ্যুৎ পরিস্থিতির কথা তুলে ধরা হবে। এদিকে বিদ্যুৎ মন্ত্রী সমস্যার কথা শুনে করিমগঞ্জ জেলার বিদ্যুৎ পরিস্থিতি সুরাহা হওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: