পুস্তকের স্বাদ নিতে গুয়াহাটি গ্রন্থমেলায় ভিড় : ভারত কণ্ঠ দেবজিৎসাহাকে সংবর্ধনা


গুয়াহাটি : গ্ৰন্থর কোনও জাত-পাত নেই। জাতি-ভাষা-ধর্ম নির্বিশেষে সব মানুষের বড় আদরের স্থান গ্ৰন্থমেলা। অসম প্রকাশন পরিষদের উদ্যোগে গুয়াহাটির চাঁদমারি ইঞ্জিনিয়ারিং ময়দানে শুক্রবার থেকে আরম্ভ হয়েছে ৩১ তম গ্ৰন্থমেলা। দেশ-বিদেশের ৬৫ টি প্রকাশন সংস্থা এই গ্ৰন্থমেলায় অংশগ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামীর উপস্থিতিতে শ্ৰীলংকার প্রসিদ্ধ সাহিত্যিক দেশমান্য জয়ারত্ন দিশানায়ক প্ৰদীপ জ্বালিয়ে এই গ্রন্থমেলা শুভ সূচনা করেন। 
গ্ৰন্থমেলার সচিব প্রমোদ কলিতা, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী প্রমুখদের আমন্ত্রন পেয়ে শনিবার ভারত কণ্ঠ দেবজিৎ সাহা উপস্থিত হন। তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনার জবাবে দেবজিৎসাহা বলেন, কর্মসূত্রে তাকে মুম্বাই পড়ে থাকতে হয়, কিন্তু মন পরে থাকে অসমে। অসমের ভাষা-সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, অসমে থেকেই সঙ্গীত সাধনা করতে চান। কারণ, অসমই তার মাতৃভূমি। শীতের ঠাণ্ডা আমেজ, গ্ৰন্থমেলার নতুন নতুন পুস্তকের স্বাদ নিতে এবং বিভিন্ন অনুষ্ঠানেও যথেষ্ট সংখ্যক গ্ৰন্থপ্ৰেমীর ভিড় লক্ষ্য করা গেছে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: