লামডিং থেকে জয়শ্রী আচার্যের সংবাদ :
রেলওয়ে কর্মচারীদের অবসর গ্রহনের নির্দিষ্ট সময়ের আগেই যদি স্বেচ্ছায় অবসর (VRS) গ্রহন করেন তবে তাদের সন্তান সন্ততিদের নিযুক্তি দেওয়ার LARSGESS যোযনা রয়েছে। সেই যোযনার অধীনে লামডিং ডিভিশনের অধীনে ৫১ জন যুবক-যুবতী ২০১৬ সনে আবেদন পত্র জমা দেয়৷
সমস্ত আইন পদ্ধতি মেনে যথাযথ স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আজও তাদের নিয়োগ পত্র দেওয়া হয়নি। বারংবার রেল বিভাগে যোগাযোগ করা সত্ত্বেও কোন ফল পাওয়া না গেলে সোমবার মন্ডল রেল কার্যালয়ের সন্মুখে বিক্ষোভ প্রদর্শন করে প্রার্থীরা। তারা জানান যে একই সময়ে বা তার আরও পরে এন এফ রেলওয়ের রঙিয়া, আলিপুরদুয়ার ইত্যাদি ডিভিশনে যারা এই যোযনার আবেদন করেছিলেন, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৮ মাস ধরে চাকুরীরত রয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় লামডিং ডিভিশনের আধিকারিকরা কোন এঅ অজ্ঞাত কারণে এসব প্রার্থীদের অবজ্ঞা করে আসছেন।
জানা গেছে, ইতি মধ্যে ২০১৭ সনে ডি আর এম কার্যালয় থেকে এক নির্দেশনামায় (NOE 227/Lmg/LARSGESS-2017 Date-23.10.12) বলা হয়েছে ৫১ জন আবেদনকারীর মধ্যে ৪৮ জন ৫২০০ গ্রেড পে'তে এবং বাকি ৩ জন ৪৪০০ গ্রেড পে'তে নিযুক্তির জন্য নির্বাচন করা হয়েছে। সেখানে এও জানানো হয় যে গত সেপ্টেম্বরের ১২ তারিখে তাদের মেডিকেল টেষ্ট করা হয়েছিল। যা সন্তোষজনক
ছিল। এমনকি নির্দেশনামায় লামডিং ডিভিশনের এ পি ও- ২ ললিত কুমারের সাক্ষরও রয়েছে। এত সব কর্মকান্ডের পরও এই ৫১ জন আবেদন কারীর ভবিষ্যত কেন অন্ধকারে রয়েছে তা রহস্যের আবর্তে।
0 comments: