কাছাড় পেপার মিলে আবার বিনা বেতনে মৃত্যু শ্রমিকের, এ পর্যন্ত কর্মরত অবস্থায় ১৮ জনের মৃত্যু

শ্রমিক সংগঠনগুলাে বেসরকারীকরণ মানবেনাঃ মানবেন্দ্র চক্রবর্তী 

গুয়াহাটী : প্রায় এক দশক বন্ধ থাকার পর রঙিয়ার রাষ্ট্রায়ত্ত্ব সূতা মিল এ্যপ’ল খােলার জন্য গত কাল রাতের ক্যাবিনেট কমিটির বৈঠকে দশ কোটি টাকা মঞ্জুর করা হয়। এই সুখবর শােনার পর রঙিয়ার এপ’ল সূতা মিলের বঞ্চিত শ্রমিকরা আনন্দ উৎসবে। মুখর হয়ে আবির খেলায় মেতে উঠে, তখন বরাক উপত্যকার ১৮ মাস বেতন না পাওয়া শ্রমিক নুর উদ্দিনের মৃত দেহ নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কাছাড় পেপার মিলের প্রশাসনিক ভবনে সামনে শােকাকুল প্রতিবাদে উত্তাল হয়ে উঠে। কাছাড় পেপার মিলের বেতন বঞ্চিত অসুস্থ, চিকিৎসার অভাবে এ পর্যন্ত ১৮জন শ্রমিক মারা গেছে। দিসপুরে বেতন বঞ্চিত শ্রমিক নুর উদ্দিনের মৃত্যুর খবর আসার পর রাজনৈতিক মহলে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 
বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের ডেপুটি লিডার কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযােগ করে বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকার বার বার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিধানসভার চলিত অধিবেশনে বেতন বঞ্চিত হতভাগ্য শ্রমিকদের শােচনীয় অবস্থার কথা তুলে ধরে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য দাবী জানানাে হবে। কাছাড় পেপার মিলের শ্রমিক নেতা মানবেন্দ্র চক্রবর্তী আজ সহকর্মী শ্রমিক নুর উদ্দিনের মৃত্যুর খবর জানিয়ে বলেন— এ পর্যন্ত ১৮জন শ্রমিক গত দুবছরে কর্মরত অবস্থায় অর্থাভাবে, চিকিৎসার অভাবে মারা যান সরকারের কোনও খবর নেই। অসমের ইতিহাসে কর্মরত অবস্থায় এত শ্রমিকের মৃত্যু আগে কখনাে ঘটেনি। 
তিনি আরও বলেন— মিলের এম ডি এস কে জৈন গুয়াহাটীতে তাদের উপস্থিতিতে প্রতিশ্রুতি দিয়েছেন ১৫ই মার্চের মধ্যে তিন মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে এবং আগামি জুন-জুলাই মাসে মিলটি খােলার জন্য পি পি পি মডেলের বেসরকারীকরণের ব্যবস্থা করা। হবে। বিশিষ্ট শ্রমিক নেতা মানবেন্দ্র বাবু বলেন, তাদের সরকারের উপর আস্থা নেই, তারা মিলটির বেসরকারীকরণ মানবেনা, সে ব্যাপারে তারা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে। তিনি জানান, আজ মৃত শ্রমিকের মৃত দেহ অন্ত্যেষ্টির জন্য কর্তৃপক্ষ নিয়ম মাফিক মাত্র ৩ হাজার টাকা মঞ্জুর করেছে। কিন্তু মৃত শ্রমিক নুর উদ্দিন দীর্ঘ ১৮মাস বিনা বেতনে অভুক্ত অবস্থায় থেকে বিনাচিকিৎসায় মারা গেলেন তার ক্ষতিপুরণ কে দেবে? রাষ্ট্রয়ত্ত্ব সংস্থা হিন্দুস্থান পেপার করপােরেশনের অধীন অপর বন্ধ পেপার মিল জাগিরােডের পেপারমিলেরও একই দুরবস্থা, শ্রমিকরা ১৮ মাস বেতন পায়নি। আসুর নেতৃত্বে ছাত্র সংগঠন মিলটি খােলার জন্য কয়েক দিন আগে অবস্থান ধর্মঘট পালন করে।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: