কংগ্রেসমুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগােচ্ছে বিজেপি


গুয়াহাটি : উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে প্রত্যাশা মতইনর্থ ইষ্ট ডেমােক্রেটিক অ্যালায়েন্স (নেডা)র নেতৃত্বে সরকার গঠন করলাে। নেডা এন ডি এ সরকারের শরিক জোট। ত্রিপুরাতে ২০১৩র বিধানসভা নির্বাচনে ১.৫ শতাংশ ভােট পাওয়া বিজেপি এবার ৩৫ টি আসন লাভ করে (যা প্রায় ৪৩ শতাংশ) ২৫ বছরের বামপন্থী শাসনের অবসান ঘটলাে। চিপিএম মাত্র ১৬টি আসন পেয়ে (৪২.৬ শতাংশ) করেন। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দল একটি আসনও দখল করতে পারেনি। অপরদিকে মেঘালয়ে কংগ্রেস। ২১ টি আসন (২৮.৫০ শতাংশ) পেয়েও সরকার গঠন করতে পারলাে না। লােকসভার প্রাক্তন অধ্যক্ষ পি এ সাংমার পুত্র কর্ণাড সাংমার নেতৃত্বে বিজেপি সমর্থনে সরকার গঠন হলাে। বিজেপি মাত্র ২ টি আসন (০৯.৬ শতাংশ) পেয়েও ১৯ টি আসন (২০.৬ শতাংশ) পাওয়া এন পি পির। সঙ্গে সামিল হয়ে সরকার গঠন করলাে। কর্ণাডের দাদা এবং বােন আগাথা সাংমাও নির্বাচনে জয়লাভ করেন। একইভাবে নাগাল্যন্ডে বিজেপি ৯ টি আসন (২৫.৫ শতাংশ) দখল করে। ১৪ টি আসন (৩৯.১ শতাংশ) পাওয়া এন ডি পি পি বিজেপি সহ অন্যান্য দলের সঙ্গে সামিল হয়ে নেফিও রিওর নেতৃত্বে সরকার গঠিত হলাে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জেলিয়াং-এর দল এন পি এফ ২৪ টি আসন (৩৯.১ শতাংশ) পেয়েও সরকার গঠন করতে পারলাে না। জেলিয়াং বিজেপির সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা নেফিও রিওর সঙ্গেই হাত মিলান। সিপিএম দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ত্রিপুরার নির্বাচন ফলাফলের পিছনে মানি এবং মাসল পাওয়ারের হাত আছে বলে অভিযােগ করেন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরুকরে বিজেপি নেতৃবৃন্দ তাদের এই জয়কে বাম দুর্গে বড় আঘাত বলে ব্যাখ্যা করে কংগ্রেসমুক্ত ভারত গড়ার অঙ্গীকার করেন। তারা বলেন, এইবার তাদের লক্ষ্য মমতা ব্যনার্জির পশ্চিমবঙ্গ। পশ্চিবঙ্গ জয়লাভ ছাড়া তাদের মিশন সফল হবে না।

SHARE THIS

No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).

0 comments: