![]() |
‘দ্য শিলং টাইমস’-এর ওপর বহুবার হামলা হয়েছেঃ মানস চৌধুরী
অমল গুপ্ত, গুয়াহাটী :
মেঘালয়ের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘দ্য শিলং টাইমস’-এর ওপর আবার হামলা হল। এর আগে বহুবার হামলা হয়েছে। এবার সম্পাদক পেট্রিসিয়া মুখিম এর শিলং শহরের উমপ্লিয়াং-এর বাসস্থানে পেট্রোল বােমা মেরে হত্যার চেষ্টা করা হয়। এর আগে জনপ্রিয় সংবাদ পত্রটি ষড়যন্ত্র করে বহুবার বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তদানীন্তন নির্ভিক সম্পাদক মানস চৌধুরী হাজার প্রতিরােধের মুখে পড়েও দৈনিক ‘দ্য শিলং টাইমস’-এর নিরবচ্ছিন্ন প্রকাশকে অক্ষুন্ন রেখেছিলেন। মঙ্গলবার রাত ৮-৩০ নাগাদ বাইক আরােহী দুই দুষ্কৃতি সম্পাদক পেট্রিসিয়া মুখিম এর বাসভবনে শক্তিশালী পেট্রোল বােমা ছুড়ে হত্যার চেষ্টা করে। ভাগ্যক্রমে সম্পাদকের কোনও আঘাত লাগেনি। এখন পর্যন্ত মুখােশধারী দুই যুবককে গ্রেপ্তার করা সম্ভৱ হয়নি।
এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করে পদ্মশ্রী শ্রীমতী মুখিম বলেন— ‘তিনি সমাজ বিরােধীদের বিরুদ্ধে সদায় কলম ধরেন, কাউকে তিনি ভয় পান না,ব্যক্তিগত আক্রমণে তিনি উদ্বিগ্ন নন, তার ভয় সমগ্র সংবাদ পত্র জগতের বিরুদ্ধে আক্রমণকে।
প্রাক্তন সম্পাদক মানস চৌধুরী আজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন— ‘দ্য শিলং টাইমস’-এর বিরুদ্ধে বহুবার হামলা হয়েছে, পেপার বন্ধ করে দেওয়ার চক্রান্ত হয়েছে। পেপার বিক্রী করার ওপরেও নিষেধাজ্ঞা আরােপ করা হয়েছিল। প্রাক্তন সম্পাদক পদ্মশ্রী’ মানস চৌধুরীর ব্যক্তিগত ধারণা, খাসিয়াসহ বিভিন্ন সংগঠনগুলির পথ অবরােধ, বন্ধ ডাকার ফলে বিভিন্ন ছােট-খাটো ব্যবসায়ীকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়, ব্যবসা বন্ধ রাখতে হয়, আন্দোলনকারীদের বিরুদ্ধে লেখা-লেখির জন্যও হয়ত বা এই হামলা হতে পারে! তবে পুলিশি তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অসমে ৩০জনের বেশি সাংবাদিককে কর্মরত অবস্থায় হত্যা করা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা যায়নি। অসম এবং মেঘালয়ের বিভিন্ন সংগঠন শিলংয়ের ঘটনার নিন্দা করে অপরাধিকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে। অসমের সাংবাদিক সংস্থা আপকুর’পক্ষে মৌসম জ্যোতি বৈশ্য এবং ‘জাফার’ পক্ষে কুঞ্জমােহন রায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
0 comments: