অসমকে সমৃদ্ধিশালী সুখী রাজ্য হিসাবে গড়ে তােলার লক্ষ্যে ‘অটল অমৃত অভিযান’ সূচনা করলেন উপরাষ্ট্রপতি
গুয়াহাটি : অসমকে সমৃদ্ধিশালী সুখী রাজ্য হিসাবে গড়ে তুলে সকলের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে দেশের উপরাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইডু আজ গুয়াহাটি শ্ৰীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের আন্তঃর্জাতিক প্রেক্ষাগৃহে অভিলাষী প্রকল্প ‘অটল অমৃত অভিযান’ সূচনা করেন।নগদ বিহীন পদ্ধতির এই প্রকল্পের ফলে রাজ্যের প্রায় ৯২ শতাংশ মানুষ উপকৃত হবে। ক্যান্সার, হৃদরােগ, শিশুররােগসহ প্রভৃতি ৬টি জটিল রােগের জন্য দু লক্ষ টাকা করে চিকিৎসা ব্যয় করবে সরকার। রাজ্যের দেড় কোটি মানুষকে ইতিমধ্যে ‘অটল অমৃত কার্ড প্রদান করা হয়েছে। রাজ্যপাল জগদীশ মুখি, মুখ্যমন্ত্রী সর্বনন্দ সােনােয়াল, স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপরাষ্ট্রপতি এম ভেংকাইয়া নাইডু ক্রমবর্ধমান ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে বলেন— ধর্ষণের মতাে ঘৃণনীয় ঘটনা। রাজনীতিকরণ করা উচিত নয়। রাষ্ট্রে নবজাতকের মৃত্যুর হার ৩৭ শতাংশের বিপরীতে অসমে ৪৪ শতাংশ হওয়ায় উপ রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করে সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন— গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবাকে সম্প্রসারিত করতে হবে। বিশ্বের অর্ধেক মানুষ উপযুক্তমানের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, ৭ শতাংশ মানুষ জরুরীকালীন স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সর্বভ্রান্ত হন। উপরাষ্ট্রপতি বলেন— পলিও, ধনুষ্টংকার প্রভৃতি রােগ নিয়ন্ত্রিত হয়েছে। হৃদরােগ, স্ট্রোক এখনও নিয়ন্ত্রিত হয়নি। এই সব জটিল রােগ বৃদ্ধির কারণ হিসাবে জীৱন শৈলী এবং কায়িক শ্রমহীনতাকে কারণ বলে উল্লেখ করেণ রাষ্ট্রপতি। তিনি শারীরিক ব্যায়াম যােগ কে শিক্ষানুষ্ঠানে পাঠ্যক্রম হিসাবে অন্তর্ভূক্ত করার পােষকতা করে বলেন, যােগ কোনও ধর্ম নয়। রাজ্যপাল জগদীশ মুখি স্বাস্থ্য বীমার ক্ষেত্রে অসম বিশ্বে পরিচিতি লাভ করেছে। রাজ্যের ৯২ শতাংশ জনসাধারণ ‘অটল অমৃত অভিযান’-এর অন্তর্ভুক্ত হয়েছে।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়াল ব্রাকব্রহ্মপুত্র পাহাড় সমতলের প্রতিজন মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন— প্রতিজন মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন— টাটা ট্রাষ্ট রাজ্যকে ২০০০ কোটি টাকা ঋণ দিয়েছে এই টাকায় রাজ্যে ১৯টি ক্যান্সার হাসস্পাতাল স্থাপন করা হবে। তিনি বলেন, রাজ্যের দেড় কোটি মানুষকে ‘অটল অমৃত কার্ড প্রদান করা হয়েছে। ১২ বছরের তলের শিশুদের যাবতীয় বিনামূল্যে চিকিৎসার জন্য সমর্থ অসম’ নামে পৃথক এক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
0 comments: