গুয়াহাটি : দিদি এবার ব্রাক উপত্যকা জয় করতে আসছেন। ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব বরাকের কংগ্রেস, অগপ, এ আই ইউ ডি এফ প্রভৃতি দলের নেতাদের সঙ্গে যােগাযােগ করে নানা প্রলােভন দিয়ে দলে টানতে চাইছে। বরাকের দোর্দান্ত প্রতাপী কংগ্রেস নেতা গৌতম রায়, প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ প্রমুখদের সঙ্গে যােগাযােগ করেছেন। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যে গুয়াহাটিতে এসে তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ কয়েকজনের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে গেছেন।
তৃণমূলের এক সূত্র জানান, আগামি মাসে বরপেটা রােডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব নেতা অভিষেক ব্যানার্জি, আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী প্রমুখ কর্মীসভা করতে আসছেন। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শুভেন্দু অধিকারি, মন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ আগামি মাসেই বরাক উপত্যকায় সংগঠনকে জোরদার করতে আসছে।
সূত্রটি দাবি করেন বরাক উপত্যকায় এক বৃহৎ সংখ্যক হিন্দু-মুসলিম জনগােষ্ঠির নেতা-কর্মীরা তৃণমূলে যােগ দেবে। বরাক উপত্যকার ৩০-৩৫ লক্ষ সংখ্যালঘু মানুষের নাম এন আর সি তালিকা থেকে বাদ যাবে বলে নাগরিক অধিকার সুরক্ষা সমিতি আশংকা ব্যক্ত করেছে। অনেক আশা নিয়ে বাঙালিরা বিজেপিকে ভােট দিয়ে ঠগেছে। এই বৃহৎ সংখ্যক এন আর সির তালিকা থেকে বঞ্চিত মানুষের ঢল নামবে তৃণমূলে সেই আশা নিয়ে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু অধ্যুষিত, নিম্ন অসমে আগামি পঞ্চায়ত নির্বাচনে জোরদার লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
0 comments: