নাগরিকপঞ্জির সমন্বয়ক প্রতীক হাজেলাকে সাক্ষাৎ করে স্মারক পত্ৰ প্ৰদান ‘সােসাল জাষ্টিস ফোরাম’এর
গুয়াহাটি : অন্য দিনের মতাে আজও জাতীয় নাগরিকপঞ্জির সমন্বয়ক প্রতীক হাজেলা রাজ্যের এক সংখ্যালঘু জনগােষ্ঠীর সংগঠনকে আস্বস্ত করলেন রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিক এক জনের নামও জাতীয় নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ পড়বে না। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সােসাল জাষ্টিস ফোরাম’ বিভিন্ন তথ্য সহকারে অভিযােগ করেন, পঞ্চায়েত নথি এবং বংশপঞ্জি পরীক্ষার নামে রাজ্যের সংখ্যালঘু জনগােষ্ঠীর মানুষকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে দারিদ্রপীড়িত এলাকার সংখ্যালঘু মানুষগুলি আর্থিক দুরবস্থার জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে নথি পত্র দাখিল করতে পারছে
এই সব অভিযােগের জবাবে প্রতীক হাজেলা বলেন, তাদের নির্দিষ্ট কোড ব্যবহারের ফলে পরিবারের বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিতে হচ্ছে।
তিনি হয়রানির কথা অস্বীকার করে বলেন, যতদূর সম্ভব কম হয়রানির মধ্যে দিয়ে নাগরিকত্ব পঞ্জিয়নের কাজ চলছে। প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ পড়বে এ আশংকা অমূলক। প্রতীক হাজেলা বলেন, বিভিন্ন জায়গায় ভুয়াে নথি পত্র দাখিলের খবর পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সময় আত্মপক্ষ সমর্থনের সুযােগ দেওয়া হবে।‘সােসাল জাষ্টিস ফোরাম’এর পক্ষে প্রাক্তন বিধায়ক দেওয়ান জয়নাল আবেদিন, কান্তিময় দেব (এস ইউ সি আই), মাজেদুর রহমান, গােলাপ মজুমদার, আতিকুল ইসলাম প্রমুখ এই প্রতিনিধি দলে ছিলেন। ‘সােসাল জাষ্টিস ফোরাম’ আগামি কাল সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করা কমিটির কাছেও এক স্মারক পত্র দাখিল করবেন বলে আজ মাজেদুর রহমান জানান।
0 comments: