গুয়াহাটি : অসমে ধর্ষণ, অপহরণ, যৌতুকের দাবিতে মৃত্যু প্রভৃতি মহিলাদের বিরুদ্ধে অপরাধজনিত ঘটনা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। বিধানসভায় বি পি এফের কমলী বসুমতারীর এক প্রশ্নের জবাবে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি বলেন— ২০০৬ সাল থেকে ২০১৮র মার্চ পর্যন্ত রাজ্যে বলাৎকার, যৌতুকের দাবি, ডাইনী সন্দেহে ১,৭৭৩ জন মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার গােয়ালপাড়া সায়েন্স আ্যকাডেমি যেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, সেই বিদ্যালয়ের স্বীকৃতি বাতিল করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নাম পাল্টিয়ে রাখা হয় গােয়ালপাড়া পাব্লিক স্কুল। সেই বিদ্যালয়ে ৮ বছর বয়সের এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযােগে যােগ শিক্ষক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বাক্সাতেও ৭ বছরের কন্যাকে ধর্ষণের অভিযােগে নিরন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। নলবাড়িতে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযােগে শিক্ষক বাবুল হােসেইন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। কংগ্রেসের প্রচার সম্পাদিকাসহ ৪ জন মহিলাকে মেঘালয়ের নংপুতে গতকাল এক খাসিয়া সম্প্রদায়ের একাংশ দূবৃত্ত আক্রমণ করে। সেখান থেকে কোনওরকম করে পালিয়ে এসে যােরাবাট থানায় অভিযােগ দায়ের করার চেষ্টা করেছিলেন। কিন্ত গ্রহণ করেননি বলে অভিযােগ। ফলে মহিলাদের হেল্প লাইন ১৮১ নম্বরে বার বার ফোন করার পরও কেউ ধরেনি। রাজ্যের পুলিশ প্রধান মুকেশ সহাই রাজ্যে ক্রমবর্ধমান মহিলাদের প্রতি আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন— সব থেকে বড় চ্যালেঞ্জ এসেছে। আজকের বিধান সভার তথ্য অনুযায়ী রাজ্যে কোকরাঝার, নগাঁও, গুয়াহাটি, করিমগঞ্জ, বরপেটা, ধুবড়ি প্রভৃতি জায়গায় ধর্ষণ, যৌতুক প্রভৃতি ঘটনার সংখ্যা বেশি।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
0 comments: