গুয়াহাটি : বেসরকারী বিদ্যালয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বিধানসভায় বিল উত্থাপন করা হলাে। এই বিল আইনে পরিণত হলে কোনও বেসরকারী বিদ্যালয় কর্তৃপক্ষ খুশিমতাে শিক্ষক-কর্মচারি নিয়ােগ করতে পারবে না। ছাত্রদের মাসুলও খুশিমতাে নিতে পারবে না। প্রতিটি প্রাথমিক পর্যায়ের বেসরকারী বিদ্যালয়ের জমির পরিমাণ কমেও ২ বিঘা থাকতে হবে। একইভাবে প্রতিটি মাধ্যমিক পর্যায়ের বেসরকারী বিদ্যালয়ের জমির পরিমাণ কমেও ৫ বিঘা থাকতে হবে। এই আইন কড়াকড়ি হবে প্রয়ােগ করা হবে সারা রাজ্যে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫-১০ লক্ষ টাকার জরিমনা আরােপ করা হবে। এই বিল দুটি হচ্ছে—দি আসাম নন-গর্ভমেন্ট এ্যডুকেশনাল ইনষ্টিটিউশন (রেগুলেশন এন্ড ম্যানেজমেন্ট) বিল-২০১৮ এবং দি আসাম মাদ্রাসা এডুকেশন (প্রভিন্সলাইজেশন সার্ভিসেস অফ এ্যমপ্লইজ এন্ড রি-অর্গানাইজেশন অফ মাদ্রাসা এ্যডুকেশনেল ইনষ্টিটিউশন) বিল- ২০১৮৷ এই বিল দুটি আজ শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অনুপস্থিতিতে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমােহন পাটোয়ারি উত্থাপন করেন। আগামি ৬ এপ্রিল বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে বিলটি আইনে পরিণত করার চেষ্টা করা হবে বলে জানা গেছে।
Sangbad Prahari
No. 1 Web Media in North-East India. Maintained and Published by Saiyad Bulbul Jamanur Hoque on behalf of Save Media Solution (A unit of SAVE).
RELATED STORIES
হ্যানয়-গুয়াহাটি বিমান সেবা, গুয়াহাটিতে বাণিজ্য দূতাবাস খােলার আহ্বান ভিয়েতনামে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সােনােয়ালের
আকৌ ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত জিলিকিবলৈ সাজু অসমৰ এজনী কন্যা শিশু কোকৰাঝাৰ: ফেশ্বন জগতত পিতৃ-মাতৃৰ অহৰহ প্ৰচেষ
উচ্চতর মাধ্যমিকের ফল ঘোষণা : শীৰ্ষস্থানে সম্প্ৰীতি, অমর এবং রৌনক জীবন গঢ়ার পরীক্ষায় শহরকে পিছিয়ে ফেলে এগিয়ে
নাগরিকত্ব বিল সম্পর্কে সােচ্চার নয় বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার বিজেপি নেতারা হাজার বিরােধিতার মধ্যেও আর এস এস সংশােধনী বিল
অনির্দিষ্ট কালের জন্য স্থগিত যৌথ সংসদীয় কমিটির বৈঠক গুয়াহাটিতে ৭০ টি সংগঠনের প্রতিনিধিকে নিয়ে অ
শিক্ষা হৈছে জাতিৰ মেৰুদণ্ড, শিক্ষা অবিহনে জাতি আগবাঢ়িব নোৱাৰে¬¬-আবুল কালাম আজাদ মাণিকপুৰঃ শিক্ষা হৈছে জাতিৰ মেৰুদণ্ড, শিক্ষা
0 comments: